ছোট মেয়ের চুলের যত্ন

এই বয়সে চুল পরিষ্কার রাখাটাই সবচেয়ে জরুরি। মডেল: সাঁঝবাতি
এই বয়সে চুল পরিষ্কার রাখাটাই সবচেয়ে জরুরি। মডেল: সাঁঝবাতি

খুব লম্বা না হোক, ছোটবেলায় বড় চুল রাখার ঝক্কি তো আর কম নয়! চুল সামলানো দায় হয়ে ওঠে মেয়েটির জন্য। ওদিকে ছোটবেলায় সঠিক যত্ন না নিলে তো বড় হতে হতেই নষ্ট হয়ে যাবে চুলের সৌন্দর্য। তাহলে উপায়? এমন প্রশ্ন সব মায়েদের। সমাধান দিচ্ছেন হেয়ারোবিক্সের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন।
আট থেকে দশ বছর বয়সী মেয়েদের চুলে কাট দেওয়ার ক্ষেত্রে আপনাকে তার চুলের ধরন এবং মুখের গড়নের দিকে খেয়াল রাখতে হবে। চুল ছোট রাখতে চাইলে বব, ডায়ানা, সামার কাট দিতে পারেন। তবে সে ক্ষেত্রে দেখবেন বাচ্চার গলার আকার কেমন। গলা লম্বা হলে ডায়ানা কাট ঠিক মানায় না। তাকে দিতে পারেন বব কাট। বাচ্চার চুল বড় হলে দিতে পারেন ব্যাংস কাট। বাচ্চার জন্য ব্যাংসের দৈর্ঘ্যটা ভুরু পর্যন্ত রাখলেই ভালো। এতে করে সে বিরক্ত হবে না। বাচ্চার চুল যদি একেবারে ঝরঝরে হয়, তাহলে চায়নিজ ব্যাংস দিতে পারেন। চুলের কাট যা-ই হোক না কেন, খেয়াল রাখতে হবে বাচ্চা যেন স্বস্তি পায়।
এই বয়সী বাচ্চাদের চুল এমনিতেই ঝলমলে এবং সুন্দর থাকে। তাই এ সময় বেশি খেয়াল রাখা দরকার চুলটা যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। তাহলেই অনেকটা কাজ হয়ে যাবে। নিয়ম করে শ্যাম্পু দেওয়াটা অবশ্যই জরুরি। খেয়াল রাখতে হবে, শ্যাম্পুটা যেন হালকা বেবি শ্যাম্পুই হয়। যেহেতু চুলে স্বাভাবিক ঔজ্জ্বল্য থাকে, তাই কন্ডিশনার দেওয়ার প্রয়োজন পড়ে না মোটেও। তবে তেল ম্যাসাজটা করতে পারে নিয়মিত। আর চুলে কোনো ধরনের প্যাক এ সময় মোটেও প্রয়োজন হয় না। কেননা, এ সময় চুলে প্রাকৃতিক আর্দ্রতা থাকেই।
চুল ঠিক রাখতে হলে আরেকটি দিকে খেয়াল রাখতেই হবে। বাচ্চার খাবারদাবার। বাচ্চার খাবারে যেন শর্করা, আমিষ এসব থাকেই। প্রতিদিন দুধ খেতে হবে। খাবার শরীরে পুষ্টি জোগায়। ফলে সৌন্দর্য আসে ভেতর থেকে। অনেক সময় প্যাক লাগালে বাচ্চার ঠান্ডা লেগে যায়।
বাচ্চার চুল বড় রাখলে সেটা আপনি বেঁধে দিতে পারেন মানানসই করে। চাইলে পনিটেইল বা বেণি করে দিতে পারেন। ছোট অথবা বড়, চুল যেমনই হোক না কেন, এ সময় চুল আঁচড়াতে হবে নিয়ম করে। চুল বড় হলে রাতে ঘুমানোর সময় একটি বা দুইটি বেণি করে রাখতে পারেন।
ছোট্ট মেয়েরা সব সময় রঙিন এবং ঝলমলে জিনিস পছন্দ করে। তাদের চুল সাজিয়ে দেওয়ার জন্য বাজারে পাবেন নানান ধরনের ক্লিপ ও ব্যান্ড। সাইড ক্লিপ, পাঞ্চ ক্লিপ, রাবার ব্যান্ড, স্টোনের ব্যান্ড থেকে আপনি নিজের পছন্দমতো বেছে নিতে পারেন যেকোনোটা। দাম শুরু মাত্র ১০ টাকা থেকে।