জুতা কেনার আগে-পরে

কথায় আছে, জুতা দেখে বোঝা যায় রুচি। ঘরে থাকুন বা বাইরে, জুতার কদর সব জায়গাতেই। জুতা কেনার আগে এবং পরে ছোটখাটো কিছু বিষয় মাথায় রাখলে পায়ের জুতা নিয়ে ঝামেলা পোহাতে হয় না।
১. নতুন ধাঁচের জুতা আপনার পুরো লুকে ট্রেন্ডি ভাব এনে দেবে। আপনার আলমারির পুরোনো পোশাকগুলো নতুন নকশার জুতার কারণেই নতুন লুক পাবে।
২. জুতা কেনার পর অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট ঘরের ভেতর পরে থাকুন। বাড়ির ভেতরেই কার্পেট, টাইলস, সিঁড়ি বিভিন্ন জায়গায় হেঁটে দেখুন। মনে দ্বিধা থাকলে জুতার নিচে স্কচটেপ লাগিয়ে নিন। এতে করে জুতার নিচে দাগ পড়বে না। চাইলে পরবর্তী সময়ে ফেরত দিয়ে অন্য জুতা বদলে নিয়ে আসতে পারেন।
৩. দোকানে আঁটসাঁট লাগছে। দোকানদার আশ্বস্ত করলেন, পরবর্তী সময়ে কিছুটা ছেড়ে দেবে। এই ভবিষ্যদ্বাণীর ওপর ভরসা করে জুতা না কেনাই ভালো।
৪. জুতা পরে বের হওয়ার আগে আবহাওয়ার খোঁজখবর নিন। বৃষ্টির দিনে চামড়ার জুতা পরা উচিত নয়। একইভাবে গরমের সময় মুখ বন্ধ জুতা না পরাই ভালো।
সূত্র: ভোগ ইন্ডিয়া