জ্যোতির্বিদ এফ আর সরকারের পুরস্কার লাভ

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জেনারেল সেক্রেটারি এফ আর সরকার এশিয়া-প্যাসিফিক স্পেস এজেন্সি ফোরাম (Asia-Pacific Regional Space Agency Forum-APRSAF) অ্যাওয়ার্ড পেয়েছেন। এটিকে সংক্ষেপে APRSAF Award বলে। ৫ ডিসেম্বর ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের হোটেল মেলিয়া ইন্টারন্যাশনালAPRSAF-এর ২০তম অধিবেশনে এফ আর সরকারকে এই পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
APRSAF (www.aprsaf.org) হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মহাকাশ ফোরাম। এই ফোরামের বার্ষিক অধিবেশনে জাতিসংঘ থেকে শুরু করে JAXA, NASA, ESA এবং বিভিন্ন মহাকাশবিষয়ক সংস্থাসহ বিশ্বের প্রায় ৩২টি দেশের শতাধিক প্রতিনিধি অংশ নেন। এবারই প্রথম তিনজন বিশিষ্ট জ্যোতির্বিদকে মহাকাশবিষয়ক কার্যক্রমে ব্যতিক্রমধর্মী এবং অসামান্য অবদানের জন্য ‘APRSAF Award’ দেওয়া হয়। এফ আর সরকার ছাড়া বাকি দুজন হলেন থাইল্যান্ডের Geo-Informatics and Space Technology Development এর সাবেক ডিরেক্টর জেনারেল সুভিত ভিবুলশ্রেঠ এবং ভিয়েতনামের Space Technology Institute (STI)-এর ডিরেক্টর ডোয়ান মিং চুং।
APRSAF Space Education and Awareness Working Group-এর সদস্য হিসেবে এফ আর সরকার ২০০৬ সাল থেকে এই অধিবেশনে নিয়মিত অংশ নিচ্ছেন। ২০১১ সালের জানুয়ারিতে তিনি Japan Aerospace Exploration Agency (JAXA) এবং UNESCO-এর যৌথ উদ্যোগে ঢাকা এবং তাঁর নিজ গ্রাম এনায়েতপুরে APRSAF Space Education Seminar শীর্ষক মহাকাশ শিক্ষাবিষয়ক কর্মশালা ও সেমিনারের আয়োজন করেন। এফ আর সরকার তাঁর নিজ গ্রামে ‘মহাকাশ ভবন’ নামের একটি মহাকাশ জাদুঘর নির্মাণ করেছেন এবং বিশ্বের নেতৃত্বস্থানীয় মহাকাশ গ্রাম হিসেবে এনায়েতপুরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ১০ বছর ধরে সেখানে নিয়মিত বিশ্ব মহাকাশ সপ্তাহ উদযাপন করা হয়।
উল্লেখ্য, এফ আর সরকার প্রথম বাংলাদেশি হিসেবে ২০০৮ সালের ২৪ মে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে শূন্য অভিকর্ষ ভ্রমণ বা Zero-Gravity Flight-এ অংশ নেন।