‘ঝাল লাগে তাই ভাল্লাগে’ জাহ্নবীর

অল্প সময়ে বলিউডের আবেদনময়ীদের সংক্ষিপ্ত তালিকায় যাঁরা স্থান করে নিয়েছেন, তাঁদের ভেতর জাহ্নবী কাপুর অন্যতম। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে। ফ্যাশন আইকন হিসেবেও তরুণদের ভেতর নামডাক আছে তাঁর। ছবি আর ক্যাপশনে জেনে নেওয়া যাক এই তারকার জীবনযাপন ও লাইফস্টাইল নিয়ে কিছু কথা।
১ / ১৫
১৯৯৭ সালের ৬ মার্চ প্রযোজক বনি কাপুর ও শ্রীদেবীর ঘরে জন্ম নেন জাহ্নবী কাপুর। তাঁর ডাকনাম জান। মা শ্রীদেবী–ই তাঁকে এই নামে ডাকতেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৫
শ্রীদেবীর দুই কন্যা, জাহ্নবী ও খুশি কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৫
মাকে আদর করে লাব্বু ডাকতেন জাহ্নবী। মাকে উদ্দেশ করে হাতে উল্কি এঁকেছেন জাহ্নবী। সেখানে ইংরেজি অক্ষরে লেখা, ‘আই লাভ ইউ মাই লাব্বু।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৫
৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার জাহ্নবীর ওজন ৫০ কেজি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দ্য লি স্ট্র্যাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম স্কুল থেকে থিয়েটার অ্যান্ড ফিল্ম বিষয়ে পড়াশোনা করেন তিনি। এই ফিল্ম স্কুল থেকেই শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও রণবীর কাপুর পড়াশোনা করেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৫
বলিউডে এমনিতেই বংশানুক্রমে কাপুরদের রাজত্ব। অর্জুন কাপুর আর জাহ্নবী কাপুর সম্পর্কে ভাইবোন। বনি কাপুরের প্রথম স্ত্রী মোনার সন্তান অর্জুন কাপুর। আর জাহ্নবী আরেক প্রয়াত বলিউড তারকা শ্রীদেবীর সন্তান।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৫
২০১৮ সালের আগে বনি কাপুরের দুই পক্ষের সন্তানদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না। শ্রীদেবীর মৃত্যুর পর অর্জুন কাপুর ও জাহ্নবী কাপুর প্রকাশ্যে ভাইবোনের সম্পর্ক স্বীকার করে নেন। একবার তিনি বলেছিলেন, ‘যদি বলি আমরা পারফেক্ট ফ্যামিলি, তাহলে সেটা ভুল। আমরা এখনো বিভক্ত পরিবার, তবে আমরা নিজেদের সঙ্গে মানিয়ে-গুছিয়ে চলার চেষ্টা করি। সবাই মিলে যখন একসঙ্গে থাকি, তখন দারুণ সময় কাটাই।’ ছবিতে জাহ্নবী ও তার সৎ বোন (অর্জুন কাপুরের আপন বোন) আংশুলা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৫
জাহ্নবীর অল্প সময়ের ক্যারিয়ারে অন্তত চারজনের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা গেছে। তাঁরা হলেন শিখর পাহাড়িয়া, অক্ষত রঞ্জন, ইশান খাট্টার ও কার্তিক আরিয়ান
ছবি: সংগৃহীত
৮ / ১৫
জাহ্নবীর প্রিয় অভিনেতারা হলেন সালমান খান, শহীদ কাপুর ও দীলিপ কুমার। প্রিয় অভিনেত্রীরা হলেন কারিনা কাপুর, মধুবালা, নূতন, ওয়াহিদা রেহমান। জাহ্নবীর ফ্যাশন আইকনও কারিনা
ছবি: সংগৃহীত
৯ / ১৫
ঝাল খেতে খুবই ভালোবাসেন জাহ্নবী কাপুর। দক্ষিণ ভারতীয় খাবার খুব পছন্দ। এ ছাড়া তাঁর রাজস্থানি খাবারও পছন্দ। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘ঝাল না খেতে পারলে আপনি কাপুর হিসেবেই গণ্য হবেন না। কাপুররা পারিবারিক ঐতিহ্য মেনে ঝাল খায়। এককথায় বলতে গেলে—ঝাল লাগে তাই ভাল্লাগে।’
ছবি: সংগৃহীত
১০ / ১৫
অবসরে ছবি আঁকেন জাহ্নবী
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৫
সারা ও জাহ্নবী ভালো বন্ধু
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৫
জাহ্নবী নন–ভেজিটেরিয়ান। অর্থাৎ, শাকসবজি, মাছ, মাংস সব খান তিনি
ছবি: সংগৃহীত
১৩ / ১৫
জাহ্নবী–ই বলিউডে ‘জিম লুক’–এর প্রবর্তক। জাহ্নবীর যত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে, তার বেশির ভাগই পাপারাজ্জিদের ক্যামেরায়, জিমনেসিয়ামে ঢোকা আর বের হওয়ার সময় তোলা। পাপারাজ্জিদের উদ্দেশে হাতজোড় করে জাহ্নবী বলেছিলেন, ‘আমার ওয়ার্ডরোবের সমস্ত ট্রাউজার আর প্যান্ট পরা শেষ। আমার আর নতুন জামা নেই। প্লিজ আপনারা ক্ষান্ত দিন।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৫
ঘুরে বেড়াতে ভালোবাসেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৫
জাহ্নবী কাপুরের মোট সম্পদের পরিমাণ ৫৮ কোটি রুপি বা ৬৬ কোটি টাকা। প্রতিবছর তিনি গড়ে ছয় কোটি টাকা আয় করেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: কে নলেজ ডটকম, বায়ো ওভারভিউ ডটকম ও ইনস্টাগ্রাম