টেনিস খেলেই দুই হাজার কোটি টাকার মালিক

খেলাধুলার ন্যূনতম খোঁজখবর রাখে আর সেরেনা উইলিয়ামসকে চেনে না, এমন লোক খুঁজে পাওয়া দায়! একটি নয়, দুটি নয়, মার্কিন এই টেনিস তারকার বাসার শোকেসে আছে ২৩টি গ্র্যান্ড স্লাম। সেরেনার স্বামী অ্যালেক্সিস ওহানিয়ান বয়সে তাঁর চেয়ে দুই বছরের ছোট, পেশায় প্রযুক্তি উদ্যোক্তা। জনপ্রিয় নিউজ ওয়েবসাইট রেডিটের তিনি সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। এই জুটির মেয়ে অলিম্পিয়া। একদিক থেকে সেরেনার কন্যা ভাগ্যবতী। কেননা, মা–বাবার বিয়ে ‘খেয়েছে’ সে। এই মা–মেয়ে আবার জুটি বেঁধে মিলিয়ে পোশাক পরে ইনস্টাগ্রামে ছবি দিতে ওস্তাদ। সেই ছবিগুলোর সঙ্গে দেখে নেওয়া যাক সেরেনার লাইফস্টাইল।
১ / ১৯
৪০ বছর বয়সী সেরেনার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। ওজন ৮৪ কেজি। তাঁর টেনিস কোচ বাবা রিচার্ড উইলিয়ামস ছিল বাগান বাড়ি। সেখানেই ছিল টেনিস কোর্ট। মা ওরাসিন প্রাইসও পেশাদার টেনিস কোচ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৯
মাত্র তিন বছর বয়স থেকে তিনি বোন ভেনাস উইলিয়ামস আর বাবা রিচার্ড উইলিয়ামসের সঙ্গে টেনিস খেলা শুরু করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৯
২০০৪ সাল থেকে মার্কিন ফুটওয়্যার ব্র্যান্ড ‘নাইকি’র সঙ্গে কাজ করছেন সেরেনা। বিউটি ব্র্যান্ড হেয়ারটেকে তাঁর ‘নেইল লাইন’ রয়েছে। অর্থাৎ এ কোম্পানি সেরেনার নিজস্ব নখের সাজের পণ্য, যেমন নেইল পলিশ, নেইল হাইলাইটার, নেইল পলিশ রিমুভার বিক্রি করে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৯
পোশমার্ক কোম্পানির পরিচালক বোর্ডের তিনি সদস্য। এ ছাড়া তাঁর নিজস্ব ক্লোদিং লাইন রয়েছে। নাম এস বাই সেরেনা, প্রায়ই মিলিয়ে পোশাক পরেন এই দুই মা মেয়ে
৫ / ১৯
২০১৭ সালের ১৬ নভেম্বর সেরেনার বিয়ে হয়। এ বিয়ে বিশ্বের সবচেয়ে আলোচিত বিয়েগুলোর একটি। আর এ বিয়েতে সেরেনা যে গাউনটি পরেন, সেটা বিশ্বের সবচেয়ে দামি বিয়ের পোশাক। দাম ২৬ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা আজকের দিনে প্রায় ২৩ কোটি টাকা। একদম ধবধবে সাদা এ গাউনের ডিজাইন করেন ব্রিটিশ ডিজাইনার সারা বার্টন। এই সারাহই প্রিন্স উইলিয়ামসের বিয়েতে কেট মিডলটনের বিয়ের গাউন বানিয়েছিলেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৯
ইনস্টাগ্রামে এই খেলোয়াড়ের ফলোয়ার ছাড়িয়ে গেছে ১ কোটি ৪০ লাখ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৯
বিয়ের ছবিতে দেখা গেছে, মা-বাবার বিয়েতে মায়ের কোলে বসে মন দিয়ে ফিডার খাচ্ছে মেয়ে অলিম্পিয়া। মা–বাবার বিয়ের আড়াই মাস আগে ২০১৭ সালের ১ সেপ্টেম্বর জন্ম হয় তাঁর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৯
সেরেনার মোট সম্পদের পরিমাণ ২৪ কোটি মার্কিন ডলার বা ২ হাজার ৫৯ কোটি টাকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৯
সেরেনা কেন এত ধনী? কারণ, ২০টি প্রতিষ্ঠিত করপোরেট প্রতিষ্ঠানে সেরেনার বিনিয়োগ আছে। ৬৬টি নতুন উদ্যোগ যাত্রা শুরু করেছে সেরেনার আর্থিক সহায়তায়। এ ছাড়া নিজের ফ্যাশন আর বিউটি লাইন তো আছেই। সেরেনার প্রাইজমানির দামই ৯ কোটি ৪০ লাখ ডলার বা ৮০৬ কোটি টাকা! ভাবুন, একটা মানুষ কেবল খেলে প্রাইজমানি পেয়েছেন ৮০৬ কোটি টাকার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৯
সময়ের সঙ্গে সেরেনার সম্পদের পরিমাণ বেড়েই চলেছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৯
অ্যালেক্সিয়া অলিম্পিয়া ওহানিয়ার বয়স সবে চার। তবে এ বয়সেই সে শিশুদের ফ্যাশন আইকন! রেড কার্পেটে তাঁকে প্রায়ই দেখা যায় মায়ের সঙ্গে স্টাইলিশ পোশাকে পোজ দিতে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৯
ফর্মাল পোশাকে টেনিস কোর্টে সেরেনা ও অলিম্পিয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৯
২০১৫ সালে ইতালির রোমে সেরেনা আর তাঁর উদ্যোক্তা জীবনসঙ্গী অ্যালেক্সিস কেরি ওহানিয়ানের দেখা। ২০১৬ সালের ১০ ডিসেম্বর সেই রোমেই সেরেনাকে বিয়ের প্রস্তাব দেন তাঁর থেকে দুই বছরের ছোট অ্যালেক্সিস
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৯
সেরেনার বাগদানের আংটির দাম ছিল ২ মিলিয়ন ডলার বা ১৭ কোটি টাকা। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি এনগেজমেন্ট রিং। কেবল সংগীত তারকা বিয়ন্সের হাতেই এর চেয়ে দামি আংটি শোভা পেয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৯
বিয়ের আগেই সেরেনা মা হয়েছেন, করেছেন গর্ভকালীন ফটোশুটও, মাতৃত্বকালীন ফটোশুটের ট্রেন্ড তৈরিতে অবদান আছে তাঁরও
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ১৯
ছোট্ট সেরেনা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৭ / ১৯
ভেনাস উইলিয়ামস আর সেরেনা উইলিয়ামস—এই দুই বোনের জীবন নিয়ে সিনেমাও হয়েছে। নাম ‘কিং রিচার্ড’। এখানে রিচার্ড উইলায়ামসের ভূমিকায় অভিনয় করেছেন উইল স্মিথ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৮ / ১৯
বেশ কিছু সিনেমায় অতিথি চরিত্রে দেখা দিয়েছেন সেরেনা, কণ্ঠও দিয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৯ / ১৯
বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী টেনিস খেলোয়াড়দের একজন সেরেনা উইলিয়ামস। কেবল খেলার ক্ষেত্রেই নয়, ফ্যাশন আইকন আর ব্যবসায়ী হিসেবেও তিনি সফল
ছবি: ইনস্টাগ্রাম থেকে