
চিত্রকলা আলাদা করে কী সেটা জানা ছিল না আমার, ছবি আঁকার কোনো অভ্যাস বা পারদর্শিতাও আমার নেই। খুব ছোটবেলায় দেয়ালে ঝুলন্ত ক্যালেন্ডারের তৈলচিত্র দেখলেও সেরকম মুগ্ধ কখনো হইনি। শিল্প, চিত্রকলা আর সিনেমার সঙ্গে আমার অনুভূতির যোগসূত্র শুরু হয় আমার রাজনৈতিক-সামাজিক চিন্তা প্রসারিত হওয়ার পর।

বিভিন্ন কিশোর সাহিত্য, বিশেষ করে সত্যজিৎ রায় সম্পাদিত সেরা সন্দেশ বইয়ে রেলগাড়ির আদিপর্বের অসাধারণ ডিটেল দেখে মুগ্ধ হয়েছিলাম। ছবি দিয়ে গল্পের রস আস্বাদন আমার সেখান থেকেই পাওয়া। ছোটবেলা থেকেই তাই চিত্রকলার মাঝে আমি সব সময় খুঁজেছি ডিটেল আর আমার মার্ক্সবাদী দর্শনে বিশ্বাসের কারণে খুঁজেছি দ্রোহ। সেই কারণে হয়তো এস এম সুলতানের সর্বহারার পেশির কারুকাজ সব সময় মুগ্ধ করে। স্কুলজীবনে শাহাবুদ্দিনের চিত্রকলা প্রদর্শনীতে গিয়ে দেখেছি শিল্পীর রং খেলা। সুনীলের ছবির দেশে কবিতার দেশে পড়ে ইউরোপের চিত্রকলার প্রতি আমার আগ্রহ আরও তীব্রতর হয়, বিশেষ করে ইমপ্রেশনিস্টদের কাজ। ডিটেলের প্রতি আমার আগ্রহের কারণে প্রিয় হয়ে ওঠে ডাচ পেইন্টার ভারমিরের কাজ, বিশেষ করে গার্ল উইথ এ পার্ল ইয়াররিং, দ্য মিল্কমেইড, দ্য মিউজিক লেসন। ভ্যান গঘের ছবি আমার সব সময় প্রিয়। লাস্ট ফর লাইফ বইটা আর লেটার টু থিয়ো সিনেমাটা দেখার পর স্বপ্ন ছিল জীবনে কোনো একদিন ভ্যান গঘের কাজ দেখতে চলে যাব আমস্টারডামে। ২০১১ সালে সেই স্বপ্নের ভ্যান গঘ মিউজিয়ামে ছবি দেখতে দেখতে সত্যি চোখে পানি চলে আসছিল। সেই সময় রেমব্রান্ট আর রাফায়েলের অরিজিনাল কাজ দেখে মুগ্ধ হয়েছি। মুগ্ধ হয়েছি মাইকেল অ্যাঞ্জেলোর কাজ দেখে। আমার অন্যতম প্রিয় আর্টিস্ট হলেন এসার, তাঁর সব স্কেচ আমার কাছে এখন প্রতিদিনের সঙ্গী। পৃথিবী ঘুরে ঘুরে যখনই কোনো চিত্রকলার মধ্যে আমি আলোছায়ার নিখুঁত কারুকাজ দেখি আর দেখি ডিটেলের খেলা তখনই মুগ্ধ হই। তাই বারবার ফিরে যাই ভারমির, রেমব্রান্টের পেইন্টিংয়ের কাছে। হালে যে কয়েকজন আমাকে মুগ্ধ করে তাঁদের মধ্যে ইরানিয়ান পেইন্টার ইমাম মালিকি আর ইতালিয়ান ইমানুয়েল ড্যাসকানিয়র কাজ। ঢাকার রনি আহম্মেদের কাজ খুব বেশি না দেখলেও যতগুলো দেখেছি আমার অনেক ভালো লেগেছে। পপ আর্টিস্টদের মধ্যে নিউইয়র্কের মমাতে গিয়ে জ্যাকসন পোলক আর ওয়ারহলের কাজ আমাকে চিত্রকলার রসের নতুন স্বাদ দিয়েছে।
তাই এখন চিত্রকলার রস আস্বাদন আমার প্রতিদিনের চর্চা। প্রতি মুহূর্তে আমি খুঁজি নতুন চিত্রশিল্পীর কাজ, সে খোঁজার চেষ্টায় এখন সিনেমার পোস্টার থেকে শুরু করে রিকশা পেইন্টিংও আমার আগ্রহের পাঠ।