ঢাকার পোলা মানুষ ভেরিভেরি স্মার্ট

খবর: সক্রিয় ফেসবুক ব্যবহারকারী হিসেবে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে ঢাকা এখন দ্বিতীয়। এখানে ২ কোটি ২০ লাখের বেশি মানুষ সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহার করছেন। সোশ্যাল মিডিয়া গবেষণা প্রতিষ্ঠান উই আর সোশ্যাল ও হুটস্যুট সম্প্রতি এ প্রতিবেদন প্রকাশ করেছে। শহর হিসেবে ফেসবুক ব্যবহারে ঢাকার ওপরে আছে কেবল ব্যাংকক।

(সূত্র: প্রথম আলো, ১৫ এপ্রিল ২০১৭)

আঁকা: শিখা
আঁকা: শিখা

ওহ্‌ দাদু, কতবার বললাম, একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলো! শুনলে না। এই তোমার জন্যই ঢাকা আজ সেকেন্ড পজিশনে!

ভুল হয়ে গেছে ভাই! আজকেই একটা অ্যাকাউন্ট খুলে দে, পারলে একটা ফেক অ্যাকাউন্টও খুলে দিস। হাতে কাজ নাই, সারা দিন ফেসবুকিং করব।

আঁকা: শিখা
আঁকা: শিখা

ঢাকাকে কাটিয়ে ব্যাংকক হলো ফার্স্ট, এটা কোনো কথা!

আরে, ঢাকার লোকজন ব্যাংককে গিয়ে ফেসবুকিং করে বলেই না ওরা ফার্স্ট হলো! নেক্সট টাইম আমরাই ফার্স্ট হব মাস্ট।

আঁকা: শিখা
আঁকা: শিখা

বলেন তো, ওদের মধ্যে কার বাড়ি ঢাকায়?

সিম্পল! যে ফেসবুকিং করছে, সে। আরে ভাই, ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট এবং সোশ্যাল। এটা গবেষণায় প্রমাণিত!