ঢাকায় জার্মান ব্যান্ডের কনসার্ট
ঢাকায় এসেছিল জার্মানির মিউনিখ শহরের জনপ্রিয় সংগীত দল জিজার। সংস্কৃতি বিনিময়ের লক্ষ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান সফর করছে তারা। এই সংগীত সফরের ধারাবাহিকতায় গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মঞ্চ মাতায় তারা।
মুজিব বর্ষ, বাংলাদেশে গ্যেটে ইনস্টিটিউটের ৬০ বছর পূর্তি এবং বাংলাদেশ ও জার্মানির মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি—এই তিন উপলক্ষ একযোগে পালনের লক্ষ্যে গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ এই কনসার্টের আয়োজন করে। ঢাকার জার্মান দূতাবাস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ সহযোগিতায় আয়োজিত হলো এই অনুষ্ঠান। এই কনসার্টে জিজারের সঙ্গে গান পরিবেশন করেন বাংলাদেশের চারজন অতিথি সংগীতশিল্পী লাবিক কামাল গৌরব, নজরুল ইসলাম, বেবী দেওয়ান এবং জালাল আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক কিরস্টেন হাকেনব্রোক। আরও বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।
জিজার আরবি শব্দ, অর্থ সেতু। এই সংগীত দলটি বিভিন্ন সংগীতরীতি ও ঐতিহ্যকে সঙ্গী করে পথ চলছে।
জিজার ব্যান্ড আরবি ক্ল্যাসিক্যাল মিউজিক এবং কবিতার সঙ্গে সেতুবন্ধ করে চলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আফ্রিকান নাওয়া, জার্মান ক্রাওট্রক, বলকান, জ্যাজ, ট্যাঙ্গো এমনকি আন্দালুসিয়ান ফ্ল্যামেঙ্কোর মতো ভিন্ন স্বাদ আর সংস্কৃতির মিউজিক।
সংগীতের অনাবিষ্কৃত সাম্রাজ্যে প্রবেশের আকাঙ্ক্ষা জাগিয়ে বিভিন্ন সংগীতরীতির সংমিশ্রণে, নানান সংস্কৃতির সুরের দেয়াল ভেঙে এগিয়ে চলছে এই ব্যান্ড।
কনসার্টের পাশাপাশি গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ ‘উইভিং স্টোরিজ’ শিরোনামে একটি ব্যতিক্রমধর্মী প্রদর্শনী করে। গ্যেটে ইনস্টিটিউটের ৬০ বছর পূর্তি উপলক্ষে ২০২১ সালে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত ‘গ্যেটে পপ আপ’ প্রকল্পগুলোকে এক ছাদের নিচে এনে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। ২১ মার্চ থেকে ২৩ মার্চ প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত রাজধানীর পান্থপথের দৃক ভবনে চলে এই প্রদর্শনী।