তোমার জন্য অপেক্ষা নয়, প্রতীক্ষা

হয়তো বোঝাতে পারিনি কতটা ভালোবাসি তোমাকে। সুযোগই বা পেলাম কোথায়? তুমি তো সব সময়ই আমাকে এড়িয়ে চলেছ। এই তো বছর খানেক আগে শান্তদের বাসায় তোমাকে প্রথম দেখেছিলাম। তারপর কাকতালীয়ভাবে ঘটতে লাগল সবকিছু। তোমার বাসার ঠিকানা, ফোন নম্বর সব পেয়ে গেলাম। অতঃপর মাঝেমধ্যে চ্যাটিং, কথা বলা, তোমার মুখে আমাকে ফালতু বলা শোনা—সব মিলিয়ে আমার হৃদয়ে যে রাজ্য তুমি গড়ে তুলেছ, সেখানে অন্য কারও অনুপ্রবেশ আমি আজ ভাবতেই পারি না। তুমি হয়তো জানো না, তোমাকে পাওয়ার জন্য আমি কত প্রার্থনা করেছি। একটাবার তোমাকে দেখব বলে ঘণ্টার পর ঘন্টা ভূতের গলির বাড়িটার সামনে দাঁড়িয়েছি। কিন্তু আজ!

আজ তুমি আমার সব আশা-আকাঙ্ক্ষ, আমার ভালোবাসা ধূলিসাৎ করে আমাকে একা রেখে চলে যাচ্ছ। রিয়ামণি, একটু ভেবে দেখো প্লিজ! আমার স্বপ্নকে তুমি অঙ্কুরে বিনাশ করে দিও না। এখনো জীবনের অনেক পথ বাকি। সুদীর্ঘ এই পথে একা একা আমি পাড়ি জমাতে পারব না। তুমি পাশে থাকলে দুই ফালতু মিলে অনেক দূর এগিয়ে যেতে পারব বলে আমার বিশ্বাস।
তুমি ফিরে এসো রিয়া। কথা দিচ্ছি, তোমার ভালোবাসার অবমাননা আমি কখনোই করব না। আমি তোমার প্রতীক্ষায় রইলাম।
ইতি
তোমার ‘ফালতু’ শামীম
ঢাকা কলেজ, ঢাকা।