ত্বকে বরফের ছোঁয়া

মুখে বরফের ছোঁয়া নিয়ে আসবে সতেজতা, ত্বকও থাকবে ভালোছবি: নকশা

রূপচর্চায় বরফের ব্যবহার নিয়ে আসবে সতেজতা

তপ্ত বাতাসে যেন আগুনের হলকা। বাইরে বের হলে তো কথাই নেই, বাড়িতেও প্রচণ্ড গরমে ত্বক হয়ে পড়ছে নিষ্প্রাণ, নির্জীব। গরমে চটজলদি আরাম পেতে নিচের যেকোনো একটি প্রণালি অনুযায়ী বরফ জমিয়ে রেখে দিন। বাইরে থেকে বাড়িতে এসে বা রান্নাঘরে কাজ শেষে মুখ পরিষ্কার করে এক খণ্ড বরফ মুখে বুলিয়ে নিন। কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন। খুব সহজেই মিলবে প্রশান্তি, সেই সঙ্গে ত্বকের সমস্যা থেকেও রেহাই পেয়ে যাবেন।

—অ্যালোভেরার সঙ্গে পানি ব্লেন্ড করে আইস বক্সে রেখে দিন। ত্বকের কালো দাগ এবং বলিরেখা দূর করতে খুব ভালো কাজ করে।

—২ চা-চামচ চাল পানিতে ভিজিয়ে রাখুন প্রায় ৬ ঘণ্টা। চাল ছেঁকে নিয়ে, পানিটুকু আইস বক্সে বরফ জমতে দিন।

—বিটের রস বা বিট, পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে আইস বক্সে রেখে দিন। নিয়মিত এটি ব্যবহারে ত্বকে উজ্জ্বলতা আসবে।

—আমরা অনেকেই সবুজ চা খাই। চা থেকে গেলে সেটা ফেলে না দিয়ে বরফ করে ফ্রিজে রেখে দিন। চোখের নিচের কালো দাগ দূর করতে সবুজ চায়ের জুড়ি নেই।

—কমলার রস, সমপরিমাণ পানিতে মিশিয়ে আইস বক্সে ফ্রিজে রেখে দিন। নিয়মিত ব্যবহারে ত্বকের নিষ্প্রাণ ভাব দূর করে।

—শসার রস বরফ করে রেখে দিন। চোখের কালো দাগ দূর করে শসার রস।

—টমেটোর রস রোদে পোড়া দাগ দূর করে। এটি বরফ করে নিয়মিত ব্যবহার করতে পারেন।