দেখতে পারেন বিয়ের এই ছবিগুলো

বিয়ের দিন বর–কনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? বর্তমান সময়ের প্রেক্ষাপটে বলা যায়, কে আবার, ওয়েডিং ফটোগ্রাফার বা বিয়ের দিনের আলোকচিত্রী। সময়ের সঙ্গে এর গুরুত্ব বুঝে তৈরি হয়েছে বিয়ের ছবি তোলার একাধিক আলোকচিত্র প্রতিষ্ঠান। দেখে নেওয়া যাক বিয়ের বিভিন্ন আয়োজনের কিছু আলোকচিত্র। এগুলো দেখে আপনি বিয়েতে কীভাবে ছবি তুলবেন, সে রকম কিছু আইডিয়া পেয়ে যেতে পারেন। ছবিগুলো ভারতীয় আলোকচিত্রী জোসেফ রাধিক, অঙ্কিতা আস্থানা, বাংলাদেশের রেমিনিসেন্স ফটোগ্রাফি, ড্রিম ওয়েভার, কে নাসিফ ফটোগ্রাফি, ওয়েডিং ডায়েরি বাংলাদেশ ও চেকমেট ইভেন্টসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া।
১ / ১৭
ভারতের মধ্যপ্রদেশের সাঁচিতে তোলা হয়েছে এই ছবি। প্রায়ই নবদম্পতি দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ‘পোস্ট ওয়েডিং ফটোশুট’ করেন। এটিও তেমনই একটি ‘ডেস্টিনেশন ফটোশুট’–এর ছবি, এভাবে পাহাড়ে উঠে আলো ধরেও হতে পারে বিয়ের ছবি
২ / ১৭
গায়েহলুদে এমন করে ছবি তুলতে কার না ইচ্ছা করে!
৩ / ১৭
বিয়ের সব আয়োজনের ভেতর গায়েহলুদের অনুষ্ঠানই মূলত ছবি তোলার জন্য সেরা
৪ / ১৭
অঙ্কিতা আস্থানার তোলা গায়ে হলুদের এই পোট্রেইটটি অন্যরকম
৫ / ১৭
বিয়েতে বাড়ছে সাদা–কালো ছবির আবেদন। সেখানে আলো–ছায়া নিয়ে আছে খেলার অনেক সুযোগ
৬ / ১৭
এই ওয়েডিং ফটোশুটে জুড়ে দেওয়া হয়েছে স্থাপত্যের সৌন্দর্যকে
৭ / ১৭
পোট্রেইটের বিকল্প নেই
৮ / ১৭
বিয়েতে মিরর ফটোগ্রাফির আবেদনই আলাদা
৯ / ১৭
এমন অস্পষ্ট ছবিও হয়ে উঠতে পারে বিয়ের দিনের আপনার সবচেয়ে প্রিয় ছবি
১০ / ১৭
এই ধরনের ছবি তোলার চল বাড়ছে
১১ / ১৭
বিয়ের এ রকম সাধারণ ছবিও আপনার মনের মানদণ্ডে হয়ে থাকতে পারে অসাধারণ
১২ / ১৭
আরেকটি সিম্পলের ভেতর গর্জিয়াস ছবি
১৩ / ১৭
বিয়ের ছবিতে সব সময়ই ক্লোজআপ পোর্ট্রেটের আছে আলাদা দাবি
১৪ / ১৭
স্থাপত্য আর প্রকৃতিকে মিলিয়ে এভাবেও হতে পারে প্রিওয়েডিং বা পোস্টওয়েডিং ফটোশুট
১৫ / ১৭
বিয়ের কনে
১৬ / ১৭
গ্রামীণ আবহেও হতে পারে বিয়ের ছবি
১৭ / ১৭
বিয়ের দিনে কনে বিদায়ের সময় বাবাকে জড়িয়ে ধরে কান্নার এমন মুহূর্তের ছবি বাদ যাওয়ার নয়