দেখে নিন দ্য ল্যান্ড অব লেজেন্ডস কিংডমের অন্দর

দ্য ল্যান্ড অব লেজেন্ডস কিংডম হোটেল।
আপনি যদি তুরস্কের সেরা হোটেল লিখে খোঁজ করেন, তাহলে সবার আগে এই নাম আসার কথা। একই নামে এখানে রয়েছে তুরস্কের সবচেয়ে বিলাসবহুল পার্ক। নানা কারণে বিখ্যাত এই হোটেলের ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক এর সম্পর্কে।
১ / ১২
পুরো হেটেলটির নকশা, অন্দর, আসবাব, খাওয়াদাওয়া, ব্যবহার—সবই একটা রূপকথার রাজ্যের মতো। তাই আপনার যদি রূপকথার রাজ্যের রাজা বা রানি হওয়ার সাধ জাগে আর সাধ্য থাকে, তাহলে ঘুরে আসতে পারেন তুরস্কের এই পাঁচ তারকা হোটেলে
ছবি: বুকিং ডটকম
২ / ১২
হোটেলে ট্রিপল, স্কোয়াড, স্যুইট ও ডাবল—চার ধরনের ৪০১টি কক্ষ আছে। হোটেলে এক রাত থাকতে আপনার খরচ হবে অন্তত সাড়ে চার লাখ টাকা। অবশ্য এর সঙ্গে সকালের নাশতা ফ্রি
ছবি: বুকিং ডটকম
৩ / ১২
এখানে আছে আন্তর্জাতিক পুরস্কার পাওয়া স্পা, বিশেষ জিম, টার্কিশ বাথ, সুইমিং পুল ও বেশ কয়েকটি রেস্তোরাঁ। সকালের নাশতা করার বিশেষ জায়গা আর একাধিক অ্যালকোহলমুক্ত বার। হোটেলের কক্ষ ছাড়াও এটারনাল রেস্তোরাঁয় সকালের নাশতা আর রাতের খাবার সারতে পারেন। নিসা বারে পাবেন অ্যালকোহলমুক্ত সব পানীয়
ছবি: বুকিং ডটকম
৪ / ১২
এই হোটেলে আরও আছে একটি ওয়েলনেস সেন্টার, কিডস ক্লাব ও বিউটি সেন্টার
ছবি: বুকিং ডটকম
৫ / ১২
গুগলে ২৪ হাজার ৮৯২ জনের ভোটে এই হোটেলের রেটিং ৫-এর ভেতর ৪ দশমিক ৭
ছবি: বুকিং ডটকম
৬ / ১২
এই হোটেলের মালিক রিক্সস হোটেলস, ইমার প্রোপারটিজ পিজেএসসি ও ড্রাগন প্রোডাকশনস
ছবি: বুকিং ডটকম
৭ / ১২
কর্মীদের সেবা, সুযোগ–সুবিধা, পরিষ্কার–পরিচ্ছন্নতা, স্বাচ্ছন্দ্য, খরচ, হোটেলের অবস্থান, ইন্টারনেট সেবা (ওয়াই–ফাই)—এই সাত বিষয়ে আগত অতিথিরা হোটেলটিকে মূল্যায়ন করেছেন। এর ভেতর খরচ বাদে আর সব পেয়েছে ১০–এর ভেতর ৯ দশমিক ৩। আর কেবল খরচ পেয়েছে ৮ দশমিক ১
ছবি: বুকিং ডটকম
৮ / ১২
হোটেল থেকে প্রায় আধা কিলোমিটার দূরেই সমুদ্রের পাড়। হেঁটে গেলে সময় লাগবে ১২ মিনিট
ছবি: বুকিং ডটকম
৯ / ১২
শিশুদের জন্য হোটেলটি ‘ড্রিমল্যান্ড’। বলা হয়, শিশুদের জন্য এটাই বিশ্বের সেরা হোটেল
ছবি: বুকিং ডটকম
১০ / ১২
এই হোটেলের কর্মীদের সেবা নাকি দুর্দান্ত। পার্কে বেড়ানো আর শপিং করার জন্যও হোটেলটি সেরা। আর শপিং সেন্টারে ঢুকতে লাগবে না কোনো ফি
ছবি: বুকিং ডটকম
১১ / ১২
হোটেলের সঙ্গেই পার্ক
ছবি: বুকিং ডটকম
১২ / ১২
এটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল পার্কগুলোর একটি
ছবি: বুকিং ডটকম