দেবপ্রিয় ভট্টাচার্যের পছন্দ কাচ্চি বিরিয়ানি মেয়ের পছন্দ মায়ের হাতের খাবার

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তাঁর মেয়ে আলেকজান্দ্রা ভট্টাচার্য। লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের ইউসিএলএ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন আইন বিষয়ে। বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় সাউথ সেন্টারে বাণিজ্য ও মেধাস্বত্বের ওপর গবেষণা করছেন। আজ দুই প্রজন্মে এই বাবা-মেয়ের পছন্দ-অপছন্দ, ভালো লাগা-মন্দ লাগার কথা জানা যাক।
১. অবসর কাটে কীভাবে?
দেবপ্রিয় ভট্টাচার্য: অবসর মেলে যানজটে। একটু সময় পেলেই ঘুমানো, বই পড়া ও টিভি-সিনেমা দেখা হয়। আর মাঝেমধ্যে টাঙ্গাইলের এলেঙ্গায় গ্রামের বাড়িতে যাতায়াত করি।
মেয়ে: অবসর বলে কিছু যদি থাকে তা সপ্তাহান্তে। লম্বা এক সপ্তাহ কাজের পর আমার ভালো লাগে বন্ধুদের সঙ্গে কফি খেতে বা সিনেমায় যেতে। একটা ভালো বই পেলে তা পড়ে অবসর আরও ভালো কাটে।
২. কোন খাবার বেশি পছন্দ?
দেবপ্রিয় ভট্টাচার্য: কাচ্চি বিরিয়ানি ও ছানার পায়েস।
মেয়ে: আমার মায়ের রান্না করা যেকোনো খাবার।
৩. পছন্দের গ্যাজেট কোনটি?
দেবপ্রিয় ভট্টাচার্য: ব্ল্যাকবেরি।
মেয়ে: আমি খুব বেশি গ্যাজেট ব্যবহার করি না। ফোন আর ল্যাপটপই যথেষ্ট।
৪. রেগে গেলে কী করেন?
দেবপ্রিয় ভট্টাচার্য: রাগারাগি করি এবং পরে লজ্জিত হই।
মেয়ে: খুব চেষ্টা করি যাতে বিচলিত না হই এবং মন যাতে ইতিবাচক থাকে।
৫. কোন পোশাক বেশি পছন্দের?
দেবপ্রিয় ভট্টাচার্য: পাজামা-পাঞ্জাবি, তবে পেশাগত কারণে এই পোশাক বেশি পরা হয় না।
মেয়ে: বিভিন্ন উপলক্ষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো পোশাক।
৬. ভ্রমণে কোথায় বারবার যেতে চান?
দেবপ্রিয় ভট্টাচার্য: যেখানে পাহাড় আর হ্রদ অথবা পাহাড় আর সমুদ্র একসঙ্গে আছে।
মেয়ে: আমার জন্য ভ্রমণ হচ্ছে সেখানে, যেখানে আমার মা-বাবা থাকেন।
৭. প্রিয় লেখক কে?
দেবপ্রিয় ভট্টাচার্য: রবীন্দ্রনাথ ঠাকুর, লিও তলস্তয়। এ ছাড়া গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, এমিলি ডিকেনসন, সুচিত্রা ভট্টাচার্য, জন ডি প্রিশাম, ফ্রেডরিক ফোরসাইথ ও ড্যান ব্রাউন।
মেয়ে: অনেকেই আমার প্রিয় লেখক। যেমন ফ্রান্স কাফকা, মিখাইল বুলগাকোভ ও হারুউকি মুরাকামি।
৮. পত্রিকার কোন অংশ আগে পড়েন?
দেবপ্রিয় ভট্টাচার্য: রাজনৈতিক-অর্থনীতি নিয়ে প্রতিবেদন, যদি থাকে।
মেয়ে: শিরোনাম এবং সেই লেখাগুলো, যা আইনজীবী হিসেবে আমার পেশার সঙ্গে প্রাসঙ্গিক।
৯. চা-কফি কোনটা পছন্দ?
দেবপ্রিয় ভট্টাচার্য: কফি।
মেয়ে: দুটোই পছন্দ। তবে দিনের কোন সময় পান করছি, তার ওপর নির্ভর করে।
সাক্ষাৎকার: অধুনা প্রতিবেদক