নকশা আঁকা কলম

কলমে নানা ধরনের নকশা। মডেল: প্রিয়াম, কলম: সিক্স ইয়ার্ডস স্টোরি
ছবি: সুমন ইউসুফ

কথায় আছে, অসির চেয়ে মসি বড়। মসি মানে কলম। এই কলমের ইতিহাস হাজার বছরের পুরোনো। ইংরেজিতে যার নাম পেন। আর পেন শব্দটি এসেছে লাতিন শব্দ পেন্না থেকে, যার অর্থ পাখির পালক। একটা সময় ছিল যখন লেখার জন্য পালক ব্যবহার করা হতো। সময় বদলেছে, মানুষ লেখার সুবিধায় আবিষ্কার করেছে নানা রকম কলমের। কত রং, কত বাহার, কত ধরন সেসব কলমের। লেখার সুবিধা তো বটেই, সৌন্দর্যেও বুঁদ হতে হয় কলমের নকশায়।

গল্প-উপন্যাস বা বিজ্ঞানের ফর্মুলা কিংবা নিছকই বাজারের ফর্দ—যা–ই লিখতে যাই না কেন, লাগবে কলম। আর সেই কলমই যদি হয় বিশেষ ধরনের, বিয়ে, জন্মদিনের মতো বিশেষ কোনো মুহূর্তে প্রিয়জনের দেওয়া, তবে লেখার অনুভূতিও নিশ্চিতভাবেই আনন্দময় হয়ে ওঠে। তাই না, বলুন?

বাজারে পেলিক্যান, ফাউন্টেন, বলপয়েন্ট—নানা রকম কলমই পাওয়া যায়। এগুলোর বেশির ভাগই তৈরি হয় বিদেশে। এসব কলমের দামও অনেক, তাই সাধ আর সাধ্যে মেলে না অনেকেরই।

এখন বিয়ের অনুষ্ঠানে বর–কনের কাবিননামায় বা রেজিস্ট্রিতে সই করতে অনেকে খোঁজ করেন একটু ভিন্নধর্মী কলমের। যেটা কিনা দেশেই তৈরি এবং দেখতে একটু আলাদা। এই যেমন কলমের ক্যাপে যুক্ত থাকে পাখির পালক, ময়ূরের পালক, শুকনা ফুল–পাতার নকশা, আরও কত কী!

সিক্স ইয়ার্ড স্টোরির স্বত্বাধিকারী জেরিন তাসনিম খান জানালেন, তাঁদের প্রতিষ্ঠানেই পাওয়া যায় সেই বিশেষ ধরনের কলম। নতুন বিয়ে করতে যাওয়া বর–কনেদের খুবই পছন্দের তালিকায় রয়েছে এই কলমগুলো। রুপা বা মেটালের তৈরি এই বলপয়েন্ট কলমগুলোর বিশেষত্ব হলো, এর গায়ে নাম লিখিয়ে নেওয়া যায়। রয়েছে পছন্দমতো নকশা বা রংও বাছাই করার সুযোগ। কলমের কালি ফুরিয়ে গেলে নতুন কালি বা কলমের গায়ে মলিন ভাব এলে নতুনের মতো ঝকঝকে করে নেওয়ার মতো সুবিধাও রয়েছে প্রতিষ্ঠানটিতে। জেরিন তাসনিম খান জানালেন, বরের জন্য ধবধবে সাদা রঙের এবং কনের জন্য সোনালি রঙের কলমটিই বর–কনেদের পছন্দের শীর্ষে রয়েছে। এ ছাড়া অনেক সন্তানই তাঁদের মা–বাবার জন্মদিনে, শুভানুধ্যায়ীরা তাঁদের প্রিয় লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য কলম বেছে নিচ্ছেন। এসব ক্ষেত্রে হাতে বেশ কিছুদিন সময় নিয়ে কলম অর্ডার করতে হয় বলেও জানালেন জেরিন তাসনিম খান।

এখন বিয়ের অনুষ্ঠানে বর–কনের কাবিননামায় বা রেজিস্ট্রিতে সই করতে অনেকে খোঁজ করেন একটু ভিন্নধর্মী কলমের। যেটা কিনা দেশেই তৈরি এবং দেখতে একটু আলাদা। এই যেমন কলমের ক্যাপে যুক্ত থাকে পাখির পালক, ময়ূরের পালক, শুকনা ফুল–পাতার নকশা, আরও কত কী!

সিক্স ইয়ার্ড স্টোরির স্বত্বাধিকারী জেরিন তাসনিম খান জানালেন, তাঁদের প্রতিষ্ঠানেই পাওয়া যায় সেই বিশেষ ধরনের কলম। নতুন বিয়ে করতে যাওয়া বর–কনেদের খুবই পছন্দের তালিকায় রয়েছে এই কলমগুলো। রুপা বা মেটালের তৈরি এই বলপয়েন্ট কলমগুলোর বিশেষত্ব হলো, এর গায়ে নাম লিখিয়ে নেওয়া যায়। রয়েছে পছন্দমতো নকশা বা রংও বাছাই করার সুযোগ। কলমের কালি ফুরিয়ে গেলে নতুন কালি বা কলমের গায়ে মলিন ভাব এলে নতুনের মতো ঝকঝকে করে নেওয়ার মতো সুবিধাও রয়েছে প্রতিষ্ঠানটিতে। জেরিন তাসনিম খান জানালেন, বরের জন্য ধবধবে সাদা রঙের এবং কনের জন্য সোনালি রঙের কলমটিই বর–কনেদের পছন্দের শীর্ষে রয়েছে। এ ছাড়া অনেক সন্তানই তাঁদের মা–বাবার জন্মদিনে, শুভানুধ্যায়ীরা তাঁদের প্রিয় লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য কলম বেছে নিচ্ছেন। এসব ক্ষেত্রে হাতে বেশ কিছুদিন সময় নিয়ে কলম অর্ডার করতে হয় বলেও জানালেন জেরিন তাসনিম খান।