


আইমান হক, ছোট্ট শিশুটি সবে পা রেখেছে সাত মাসে। আধো আধো বুলিতে পরিবারের সবার মধ্যে সারাক্ষণ তার বিচরণ। আইমানের সবচেয়ে কাছের মানুষ তার মা তাহমিনা হক। শিক্ষকতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে। কর্মব্যস্ততার মধ্যেও নবজাতকের প্রতিটি বিষয়ে খেয়াল রাখেন তিনি। একজন নবজাতক শিশুর প্রয়োজন বিশেষ যত্নআত্তি। খাদ্যতালিকা কিংবা পোশাক থেকে শুরু করে সবকিছুই হতে হবে আরামদায়ক ও স্বাস্থ্যকর। এই তালিকায় পড়ে যায় ছোট্ট শিশুর বিছানা-বালিশও।
নরম বিছানা
নিজের অভিজ্ঞতা থেকে তাহমিনা হক বলেন, ‘আইমানের প্রতিটি বিষয় আমি অনেক সতর্কতার সঙ্গে করার চেষ্টা করি। আরাম ও সংবেদনশীলতা—দুটো বিষয় মাথায় রেখেই আমি নরম সুতি কাপড়ের কাঁথা, চাদর ও বালিশ ব্যবহার করছি।’ ছোট্ট শিশুর মাথার আকৃতি গঠনের বিষয়টিও চিন্তার মধ্যে রাখা ভালো। মাথার নিচের বালিশটি হতে হবে শিশুর উপযুক্ত মাপের। পাতলা সুতির কাপড় পেঁচিয়ে গোল করে বালিশ হিসেবেও ব্যবহার করতে পারেন। পাশ বালিশের ক্ষেত্রেও ব্যবহার করুন তুলা কিংবা ফোমের বালিশ। বালিশের কাভারটাও হতে হবে পাতলা সুতি কাপড়ের।

কাঁথা ও চাদর—দুটোই হতে হবে নরম সুতি কাপড়ের। এ সময় বিছানা বারবার ভিজে যাওয়ার কারণে অনেকেই ম্যাট ব্যবহার করে থাকেন। সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ম্যাট যেন প্লাস্টিকের না হয়। এ ক্ষেত্রে ব্যবহার করুন তুলা কিংবা ফোমের হালকা ম্যাট। বাজারেই পাওয়া যাবে শিশুদের এমন ম্যাট।
কথা হয় বারডেমে জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা ফাহমিদা রহমানের সঙ্গে। তিনি বললেন, ‘বাচ্চাদের জন্য প্রয়োজন আরামদায়ক এবং নরম বিছানা। কেননা এ সময়ে তাদের ত্বক খুবই নাজুক থাকে। নবজাতকের মস্তিষ্ক এবং হাড় গঠনে এ রকম সুতি কাপড় খুবই সহায়ক’। বিশেষভাবে খেয়াল রাখতে হবে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে। শিশুর ব্যবহারের জিনিসগুলো ডেটলযুক্ত পানি দিয়ে মাঝে মাঝে ধুয়ে দিতে হবে বলে জানালেন ফাহমিদা রহমান।
অনেকে আবার বিছানার সঙ্গে শিশুর জন্য দোলনা বেছে নেন। বেত, প্লাস্টিক কিংবা স্টিলের হালকা রঙের এই দোলনাগুলো ঘরের এক কোণে রাখা যেতে পারে। তবে এ ক্ষেত্রে খেয়াল রাখুন, দোলনাটির চারপাশ যেন যথেষ্ট উঁচু হয়। শিশুর পড়ে যাওয়ার কোনো আশঙ্কা যাতে না থাকে। মশার সংক্রমণ রোধ করতে কয়েল, স্প্রে ব্যবহার না করাই ভালো। এতে শিশুর ত্বক ও শ্বাসনালিতে সমস্যা হতে পারে। এর পরিবর্তে মশারি পেতে দিন। হ্যাঁ, মশারির কথাই যখন এল, তখন খেয়াল রাখুন মশারির ভেতর বাতাস ঠিকমতো চলাচল করতে পারছে কি না।
দরদাম
নবজাতকের প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যাবে রাজধানীর মি অ্যান্ড মম, কিডস কালেকশন, আড়ংসহ বিভিন্ন ব্র্যান্ডের দোকানে। ব্র্যান্ডের দোকান, তাই দামটাও একটু বেশি পড়বে। মি অ্যান্ড মমে থাইল্যান্ডের চাদর, বালিশসহ বিভিন্ন ব্র্যান্ডের বিছানা সেট রয়েছে। শিশুদের জন্য মাথার বালিশ এখানে পাওয়া যাবে। এর দাম পড়বে ২৫০ থেকে ৩৫০ টাকা। আর থাইল্যান্ডের বালিশগুলো তৈরি করা হয় সিনথেটিক সুতি কাপড় দিয়ে। এগুলোর দাম পড়বে ৩৫০ থেকে ৬৫০ টাকার মধ্যে। উত্তরা, মিরপুর, তাজমহল রোডসহ মি অ্যান্ড মমের বিভিন্ন শোরুম থেকে কিনে নিতে পারেন প্রয়োজনীয় এই জিনিসগুলো। এ ছাড়া আড়ংয়ে পাবেন নবজাতকের চাদর ও কম্বল। দাম পড়বে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে। এ ছাড়া একটু স্বল্প মূল্যে নিউমার্কেট, বসুন্ধরা সিটি, গাউছিয়া, রাপা প্লাজাসহ ধানমন্ডি ২৭ এবং তাজমহল রোডের বিভিন্ন দোকানে পাওয়া যাবে শিশুর এমন বিছানা। নিউমার্কেটের ফ্যামিলি সেন্টারের বিক্রেতা মনসুর আলী বলেন, এখানে বাচ্চাদের মশারি, চাদরসহ বিভিন্ন জিনিসের দাম পড়বে ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।