
এস এস নাঈম অভিনয়শিল্পী। মা নাসিমা ওয়াদুদ পেশায় গৃহিণী। আজ থাকছে এ দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. প্রিয় পোশাক...
এস এস নাঈম: স্যুট আমার পছন্দের পোশাক। এ ছাড়া জিনসের সঙ্গে স্ট্রাইপড শার্ট পরতে ভালো লাগে। শীতের সময় জিনস আর টি-শার্টের
সঙ্গে হুডি।
মা: শাড়ি। টাঙ্গাইলের সুতি শাড়ি বেশি পছন্দ।
২. কোন ধরনের খাবার পছন্দ?
এস এস নাঈম: মোরগ-পোলাওয়ের সঙ্গে খাসির রেজালা।
মা: সবচেয়ে বেশি পছন্দ বিরিয়ানি। এরপর ভাতের সঙ্গে যেকোনো ধরনের ভর্তা খেতে ভালোবাসি।
৩. বারবার দেখতে ইচ্ছে করে যে সিনেমা...
এস এস নাঈম: অগাস্ট রাশ, নটোরিয়াস ও অ্যান্টন ফিশার।
মা: নয়নমণি, গোলাপী এখন ট্রেনে ও লাঠিয়াল এবং দীপ জ্বেলে যাই ও হারানো সুর।
৪. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
এস এস নাঈম: নিউজিল্যান্ড ও কক্সবাজরে।
মা: কক্সবাজার ও আমার শশুরবাড়ি মানিকগঞ্জের গোপালপুর গ্রামে।
৫. প্রিয় সংগীতশিল্পী?
এস এস নাঈম: বাংলাদেশের হাবিব ও অর্ণব এবং দেশের বাইরে ব্রুস ডিকেনসন ও লাকী আলী।
মা: লাকী আখান্দ, শুভ্রদেব ও সাবিনা ইয়াসমিন এবং ভারতের লতা মঙ্গেস্কর ও কিশোর কুমার।
৬. প্রিয় অভিনয়শিল্পী?
এস এম নাঈম: হুমায়ুন ফরীদি, তারিক আনাম খান। হলিউডের ব্র্যাড পিট, ব্র্যাডলি কুপার ও অ্যাস্টন কুচার।
মা: বাংলাদেশের ববিতা ও রাজ্জাক। ভারতের উত্তম কুমার, সুচিত্রা সেন, শাহরুখ খান ও কাজল।
৭. টেলিভিশনে কোন ধরনের অনুষ্ঠান দেখা হয়?
এস এস নাঈম: শুধু আমাদের দেশের নাটক দেখি।
মা: গানের সরাসরি অনুষ্ঠানগুলো বেশি দেখা হয়।
৮. পত্রিকা হাতে পেলে সবার আগে কোন জিনিসটা পড়েন?
এস এস নাঈম: দেশের খবরগুলো আগে পড়ি। এরপর প্রযুক্তি পাতা ও বিনোদন পাতা পড়া হয়।
মা: সবার আগে প্রথম পৃষ্ঠার শিরোনামগুলো। কোনো কোনো দিন গল্প থাকলে সেটা পড়ি।
৯. বিরক্ত লাগে...
এস এস নাঈম: যখন হাতে কোনো কাজ থাকে না।
মা: যখন কেউ অপ্রয়োজনীয় কথা বেশি বলে।
১০. প্রিয় লেখক?
এস এস নাঈম: হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল ও সুনীল গঙ্গোপাধ্যায়।
মা: নীহাররঞ্জন গুপ্ত ও কাজী নজরুল ইসলাম।
১১. চড়তে ভালো লাগে...
এস এস নাঈম: নিজের গাড়িতে।
মা: ট্রেনে চড়ে ঘুরতে ভালো লাগে।
১২. প্রিয় রং...
এস এস নাঈম: সাদা।
মা: সবুজ ও নীল।
১৩. অবসর কাটে কীভাবে?
এস এস নাঈম: আব্বা ও আম্মার সঙ্গে আড্ডা দিয়ে। কখনো কখনো গিটার বাজিয়ে।
মা: টেলিভিশন দেখে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন