নোটিশ বোর্ড

কে ক্র্যাফট
কে ক্র্যাফট

প্রদর্শনী
নতুন বছরে গরমের পোশাক নিয়ে আসছেন ডিজাইনার নাতাশা হায়াত। তাঁর ডিজাইন করা পোশাক নিয়ে দুই দিনব্যাপী এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চলবে ১ ও ২ এপ্রিল সকাল ১০টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত। প্রদর্শনীতে তুলে ধরা হবে শাড়ি, কামিজ ও শিশুদের পোশাক। নাতাশা বলেন, ‘কাজের বিশেষত্ব ঠিক রেখে সব শ্রেণির ক্রেতার জন্যই আমি ডিজাইন করেছি। আশা করছি বরাবরের মতো এবারও ক্রেতারা আমার ডিজাইন করা পোশাকে সন্তুষ্ট থাকবেন।’ নতুন ডিজাইন করা পোশাকগুলো প্রদর্শনী ছাড়াও পাওয়া যাবে আইরিসেস-এর শোরুমে। প্রদর্শনীর ঠিকানা: গ্যালারি কসমস-২, বাড়ি-১১৫, লেন-৬, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা।

বৈশাখী মেলা
বৈশাখ উপলক্ষে ৪৩টি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান নিয়ে আয়োজন করা হচ্ছে বিশেষ মেলার। গয়না, মেকআপ পণ্য, পোশাক ছাড়াও পাওয়া যাবে নানা কিছু। রাজধানীর ধানমন্ডি দৃক গ্যালারিতে ৩ থেকে ৮ এপ্রিল পর্যন্ত মেলাটি চলবে। খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
পুরোনো পারলার নতুন রূপে
২৬ মার্চ রাজধানীর মোহাম্মদপুর রিং রোডে বড় পরিসরে যাত্রা শুরু করল বিউটি পারলার লিংগারিং লুক। এখানে গ্রাহকেরা পাবেন ত্বক ও চুলের বিভিন্ন সেবার সুযোগ।
ফোন: ০১৮২৩১১১৫৫৪।

অঞ্জন’স
অঞ্জন’স

বৈশাখী পোশাক
অঞ্জন’স: ফ্যাশন হাউস অঞ্জন’স তৈরি করেছে থিমভিত্তিক পোশাক। ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন লতাপাতা, কলকা, ফুলের নকশা ও পেইন্টিং। পোশাক রাঙানো হয়েছে স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারি ও ব্লকপ্রিন্টে। শাড়ি, কামিজ, লম্বা কুর্তা, পাঞ্জাবি, শার্টে ব্যবহার করা হয়েছে লিনেন, সুতি, জয় সিল্ক, ভয়েল ও তাঁতের কাপড়।
কে ক্র্যাফট: কে ক্র্যাফট নতুন বছরকে স্বাগত জানাতে নিয়ে এসেছে নতুন নকশার শাড়ি, সালোয়ার-কামিজ, টপ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, শিশুদের পোশাক, গয়না ও গৃহসজ্জা সামগ্রী। রং হিসেবে প্রধানত ব্যবহার হয়েছে লাল, মেরুন, কমলা, সাদা, চাপা সাদা, ম্যাজেন্টাসহ নানা রং। এ দেশের ঐতিহ্যবাহী ফোক মোটিফের নিরীক্ষাধর্মী কাজ ফুটিয়ে তোলা হয়েছে।
চরকা: বৈশাখীর বর্ণিল আয়োজন থাকছে চরকার সম্ভারে। পাওয়া যাবে শাড়ি, পাঞ্জাবি, কুর্তা, সালোয়ার-কামিজ। কলকা, ময়ূর, ফুল, লতা-পাতার নকশা ফুটিয়ে তোলা হয়েছে পোশাকগুলোতে। দাম ৭০০-১৪০০ টাকা।
রং বাংলাদেশ: রং বাংলাদেশ বৈশাখে নিয়ে এসেছে নতুন সংগ্রহ। সুতি, হাফসিল্ক, অ্যান্ডি ও মসলিনের শাড়ি ছাড়াও থাকবে সালোয়ার-কামিজ। চাপা সাদা, লাল ছাড়াও ব্যবহার করা হয়েছে বিভিন্ন উজ্জ্বল রং। উপহারসামগ্রী হিসেবে থাকবে নানা নকশার মগ। আছে কেনা পণ্য বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা।

স্টার কেবাব
স্টার কেবাব

বিদেশে দেশি খাবার
মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় ২৬ মার্চ চালু হলো স্টার কেবাব নামে নতুন রেস্তোরাঁ। এখানে ৩০ রকমের কাবাব, কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাওসহ ৮ রকমের বিরিয়ানি পাওয়া যাবে। এ প্রসঙ্গে স্টার কেবাবের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব হোসেন বলেন, ‘এখানকার খাবার ও পরিবেশ আন্তর্জাতিক মানসম্পন্ন, যা বাংলাদেশকে নিয়ে যাবে অন্য উচ্চতায়। প্রবাসীসহ বেড়াতে আসা ভোজনপ্রিয় বাংলাদেশিদের কথা মাথায় রেখে রেস্টুরেন্টটি চালু করা হয়েছে।’ ঠিকানা: রেস্টুরেন্ট স্টার কেবাব, ৪৮ জালান ট্যাংকাট টং সি (হোটেল সোলিরের পাশে), বুকিত বিনতাং, কুয়ালালামপুর।
প্রশিক্ষণ
গৃহসুখনে বিউটিফিকেশন ফুল কোর্স ও হস্তশিল্প কোর্সে ৫০ শতাংশ ছাড় চলছে। অন্য কোর্সগুলোর মধ্যে রয়েছে রান্না, চায়নিজ, মোগলাই, ফুড প্রসেসিং, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, জ্যাম জেলি, আচার, ভেজিটেবল কার্ভিং, মেশিন এমব্রয়ডারি, বাটিক ও কারচুপি। ফোন:০১১৯৯০৭৫৫৬৯।