নোটিশ বোর্ড

জন্মদিনের আয়োজন
শিশুদের জন্মদিনের বিভিন্ন আয়োজন নিয়ে ১১ ও ১২ মার্চ প্রদর্শনীর আয়োজন করে বার্থডে পার্টি প্ল্যানার বিডি। ধানমন্ডির দৃক গ্যালারিতে আয়োজিত এ প্রদর্শনীটিতে তুলে ধরা হয় পুতুলনাচ, গান ও নাচ, র্যা ফেল ড্র ইত্যাদি। বার্থডে পার্টি প্ল্যানার বিডির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কল্যাণী দেবনাথ বলেন, ‘আমরা মূলত নির্দিষ্ট কিছু থিম নিয়ে কাজ করছি। ফ্রোজেন, গার্ডেন, মিনি, বলিউড, সিনড্রেলা, মারমেইড, রেসিং কার, স্পাইডারম্যানসহ বিভিন্ন থিম অনেকে বেছে নেয়। তাই এবারের প্রদর্শনীটি আমরা এই বিভিন্ন থিমের অনুকরণেই সাজিয়েছি।’ চার বছর উপলক্ষে প্রতিষ্ঠানটি দিচ্ছে ৫০ শতাংশ ছাড়।
নতুন শাখা
ছেলেদের পোশাক নির্মাতা ডিমান্ড তাদের নতুন শাখা চালু করেছে। রাজধানীর এলিফ্যান্ট রোডের মনসুর ভবনে নতুন এই শাখায় মিলবে শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট, প্যান্টসহ নানা ধরনের পোশাক।
গরমের পোশাক
গরমে আরামের পোশাক নিয়ে এসেছে ফ্যাশন হাউস ইজি। সুতি নরম কাপড়ে তৈরি টি-শার্ট, পোলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, পাঞ্জাবি, গ্যাবার্ডিন প্যান্ট, থ্রি কোয়ার্টার ইত্যাদি মিলবে ইজির সব শাখায়।

নান্দনিক নিমন্ত্রণপত্র
কাঠের সঙ্গে কাগজ বা অন্য ধরনের উপকরণ মিশিয়ে নিমন্ত্রণপত্র বানাচ্ছে গ্রিটিং স্টুডিও। এ ছাড়া এদের রয়েছে ওয়াল ডেকোর, ছবির ফ্রেম, বুকমার্ক (বই চিহ্ন), শোপিস, ছোট্ট বাক্সসহ নানা ধরনের পণ্য। গ্রাহকের চাহিদামতো নিমন্ত্রণপত্র ও অন্যান্য পণ্য তৈরি করে দেয় প্রতিষ্ঠানটি। গ্রিটিং স্টুডিওর শাখা ধানমন্ডির প্লাজা এ আর এবং গুলশান ১ পুলিশ প্লাজায়। ফেসবুক পেজ: fb/ExclusiveInvitationCard
নতুন পণ্য
বাংলাদেশের বাজারে নতুন প্রসাধনী পণ্য নিয়ে এসেছে জোমার কোম্পানি লিমিটেড। অলিভা আন্দালুস নামের এই পণ্য সরাসরি স্পেন থেকে দেশের বাজারে নিয়ে এসেছে জোমার। ১১ মার্চ রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানিকভাবে নতুন এসব পণ্য সবার সামনে তুলে ধরেন অলিভা আন্দালুসের চেয়ারম্যান মারিয়া মিনাও, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, অভিনেত্রী লামিয়া মিমো ও জোমার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন। রাজধানীর বিভিন্ন সুপার শপে মিলবে অলিভা আন্দালুসের তিনটি পণ্য শাওয়ার জেল, হ্যান্ড ক্রিম ও বডি লোশন।
মেলা
বৈশাখের পোশাক ও গয়না নিয়ে বিশেষ মেলার আয়োজন করেছে অনলাইনভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান। সিক্স ইয়ার্ডস স্টোরি, উৎসাহ, সুইট পটেটো ও স্ট্রিংজ মেলায় তাদের বৈশাখের গয়না, শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবির পসরা নিয়ে বসবে। ১৭ থেকে ১৯ মার্চ সকাল ১০টা থেকে রাত ১০ পর্যন্ত বনানীর ইনোটেল ব্যাটন রুজের ব্যাংকুয়েট হলে এই মেলা হবে।