নয় বন্ধুর প্রদর্শনী
বাংলাদেশ নদী আর মাছের দেশ। এ জন্যই তো মাছে–ভাতে বাঙালি। সেই চিত্র দেখা যাবে নীল ক্যানভাসে। আবার শীতের স্কটল্যান্ডের চিত্রও আছে দেয়ালে। ৯ বন্ধুর একটি দলীয় চিত্র প্রদর্শনী শেষ হলো রাজধানীর ধানমন্ডির চার নম্বরে সফিউদ্দিন শিল্পালয়ে। বন্ধু দলের এই উদ্যোগ যেন অন্য রকম প্রশান্তি দেয় চোখে আর মনে। ৫ মার্চ থেকে শুরু করে সাত দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়। নানা বয়সী বন্ধু মিলে এমন ছবির প্রদর্শনী করেন। তবে এটাই প্রথম নয়। এবারে চতুর্থবারের মতো চলছে এই আয়োজন। ৯ বন্ধু হলেন আলফা বেগম, হোসনা বানু, জোসনা মাহবুবা, মো. আলমগীর, সাঈদা কামাল, শাহিদা আকতার, শামিম আহমেদ, শাম্মি ইয়াসমিন ও ইরানি আহমেদ। তাঁদের অনেকেই উপস্থিত ছিলেন প্রদর্শনীতে, আড্ডা দিয়েছেন দলবেঁধে। নিজেদের আঁকা ছবি দেখিয়ে এই ছবির মাধ্যমে কী বলতে চেয়েছেন, সেটাও জানালেন এই প্রতিবেদককে। অনেকেই নিজের ছবির সঙ্গে ছবি তুলেছেন। ছবিগুলো তুলেছেন সাবিনা ইয়াসমিন।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০