পরিবার আমাদের বিয়ে-ভালোবাসা কোনো দিন মানবে না

পাঠকের কাছ থেকে মনোজগৎ, ব্যক্তিজীবনসহ নানা বিষয়ে জিজ্ঞাসা আসে ‘পাঠকের প্রশ্ন’ বিভাগে। এবার তেমনই কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন নাট্যজন সারা যাকের।

অলংকরণ: মাসুক হেলাল

প্রশ্ন: একটা মেয়ের সঙ্গে আমার পাঁচ বছরের সম্পর্ক। একটা সময় আমরা বিয়ে করার স্বপ্ন দেখি। কিন্তু হঠাৎ তার বাসা থেকে বিয়ের জন্য চাপ দেয়। আমি ২০২১ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি, আর সে এখন স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ছে। পড়ালেখার দিক দিকে সে আমার চেয়ে দুই বছর এগিয়ে। তাই আমরা কেউ বাসায় বলতে পারিনি। পরিবার আমাদের বিয়ে-ভালোবাসা কোনো দিন মানবে না। গত ২০ জানুয়ারি অন্য একটি ছেলের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। বিয়ে করার কোনো ইচ্ছা তার ছিল না। কিন্তু পরিবারের বিরুদ্ধে সে যেতে পারেনি।

পৃথিবীর বাস্তবতা আর আবেগকে এক করে ভাগ্যকে মেনে নিয়েছি। কিন্তু এখন অনেক ভেঙে পড়েছি। সামনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেব। এখন আমার কী করা উচিত? কীভাবে নতুন জীবন শুরু করতে পারি?

নাইম বাসার

উত্তর: সময়ের সঙ্গে সঙ্গে এই ধাক্কা তুমি সামলে উঠবে। এখন শুধু স্বার্থপরের মতো নিজের দিকে দেখো। পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। পরীক্ষা দাও। একবার না হলে আবার নতুন উদ্যমে চেষ্টা করো। এই মেয়ের জন্য যতই তোমার মন খারাপ হোক, এখন সময় নষ্ট করা যাবে না। নষ্ট করলে তার মাশুল তোমাকেই দিতে হবে। জানি বর্তমান সময়টা তোমার জন্য কঠিন। তোমার যে অনেক কষ্ট হচ্ছে, এটা স্বীকার করে নিয়েও বাস্তবতাকে মেনে নিয়ে তোমাকে পথ চলতে হবে।