পাঞ্জাবিতে শিশুর ঈদ

বাহারি রঙ আর নকশায় ছোটদের পাঞ্জাবিগুলোও বেশ আকর্ষণীয়।  মডেল: দিব্যময় ও মাহিব, পোশাক: অঞ্জনস ছবি: সুমন ইউসুফ
বাহারি রঙ আর নকশায় ছোটদের পাঞ্জাবিগুলোও বেশ আকর্ষণীয়। মডেল: দিব্যময় ও মাহিব, পোশাক: অঞ্জনস ছবি: সুমন ইউসুফ

বাবার হাত ধরে ঈদগাহে যাবে বাড়ির ছোট্ট শিশুটি। বেড়াতে যাবে এদিক-সেদিক। তার জন্য একটা নতুন পাঞ্জাবি তো চাই-ই।

মডেল: দিব্যময় ও মাহিব, পোশাক: অঞ্জনস ছবি: সুমন ইউসুফ
মডেল: দিব্যময় ও মাহিব, পোশাক: অঞ্জনস ছবি: সুমন ইউসুফ

ফ্যাশন হাউস ওটুর প্রধান পরিচালন কর্মকর্তা জাফর ইকবাল বলেন, ‘ছোট হলেও, উৎসবে পাঞ্জাবি না হলে কি আর চলে। শিশুদের কথা মাথায় রেখেই তাই এবার চলতি ট্রেন্ডে তৈরি হচ্ছে শিশুদের পাঞ্জাবি। বৈচিত্র্যময় রং ব্যবহার করা হচ্ছে ছোটদের পাঞ্জাবিতে। শুধু কারুকাজ নয়, কাট ও রঙের বাহারেও আকর্ষণীয় এসব পাঞ্জাবি।’
শিশুরা যেহেতু উজ্জ্বল রং বেশি পছন্দ করে, তাই তাদের পাঞ্জাবিতে থাকছে রঙের বাহার।

নকশাবাহার
নকশার বৈচিত্র্য আছে ছোটদের পাঞ্জাবিতেও। অঞ্জনসের পরিচালক শাহিন আহমেদ বলেন, ‘নতুন পোশাক পরতে শিশুরাই সবচেয়ে বেশি পছন্দ করে। তাদের জন্য পাঞ্জাবি তৈরির আগে তাই অনেক বিষয় নিয়ে ভাবতে হয়। উৎসবের কথা মাথায় রেখে সুতি ছাড়াও অঞ্জনস শিশুদের জন্য এনেছে সিল্কের পাঞ্জাবি। থাকছে নানা রঙের ব্যবহার।’
বড়দের মতো ছোটদের পাঞ্জাবিতেও চলছে লম্বা ঝুল। দুই পাশে পকেট তো আছেই, অনেক পাঞ্জাবির সামনের দিকেও জুড়ে দেওয়া হয়েছে পকেট। এমব্রয়ডারি, প্রিন্ট বা বাটিকের কাজের পাঞ্জাবি দেখা যাচ্ছে শিশুদের জন্য।
ফ্যাশন হাউস ওটু বড়দের পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে শিশুদের পাঞ্জাবি তৈরি করেছে। বাবা-ছেলে কিনতে পারবেন একই রকম পাঞ্জাবি। সুতি কাপড়ের বাইরে কারুকাজ করা সিল্কের পাঞ্জাবিও দেখা যাচ্ছে খুদেদের পোশাক সংগ্রহে। পাঞ্জাবির সঙ্গে আছে চুড়িদার পায়জামা, আলিগড়ি, কাবলি পায়জামাসহ নানা ধরনের প্যান্ট।

দরদাম
সাধারণ সুতির পাঞ্জাবির দাম পড়বে ৩০০ থেকে ১০০০ টাকা। বিভিন্ন ধরনের কারুকাজ করা পাঞ্জাবি ৮০০ থেকে ২০০০ টাকায় কেনা যাবে। সিল্কের পাঞ্জাবি মিলবে ১৮০০ টাকার মধ্যেই।
অনেক পাঞ্জাবির সঙ্গেই পায়জামা থাকে। তবে আলাদা পায়জামা কিনতে চাইলে ১৫০ থেকে ৪০০ টাকায় কেনা যাবে।

যেখানে কেনা যাবে
ওটু, অঞ্জনস, দেশাল, নগরদোলা, সাদা-কালো, শৈশব, অন্যমেলা, বাংলার মেলাসহ বিভিন্ন ফ্যাশন হাউসে কিনতে পারেন পাঞ্জাবি। এ ছাড়া ঢাকার নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, ঢাকা কলেজ এলাকা, পল্টন, মতিঝিল, গুলিস্তানসহ বিভিন্ন এলাকার বিক্রেতারা তাঁদের সংগ্রহে রেখেছেন শিশুদের পাঞ্জাবি। বেছে নিতে পারেন এসব দোকান থেকেও।