পাতলা শালে ওম
বাতাসে এখন যেন পাওয়া যাচ্ছে শীতের আগমনী বার্তা। সকালে বা সন্ধ্যার দিকে হয়তো মনে হয়, পাতলা একটা শাল নিয়ে বাইরে এলেই হতো। হালকা শীতে অনায়াসে শালটা কাঁধের পাশ থেকে টেনে গায়ে জড়িয়ে দেওয়া যেত। ফ্যাশন হাউস ‘সাদাকালো’র ডিজাইনার জাহিদ হাসান বলেন, ‘আমাদের দেশে শীতের তীব্রতা খুব বেশি নয়। শীতকাল যেন হালকা শাল দিয়েই পার পাওয়া যায়। আর এই ভাবনা থেকেই সাদাকালো শীতের শালের যে আয়োজন করেছে, তা মূলত পাতলা ধাঁচের।কাপড় নির্বাচনের ক্ষেত্রে দেশি খাদি আর মোটা সুতি কাপড়ের প্রাধান্য দিয়েছে তারা। আবার সামনে যদি বেশ ঠান্ডা পড়ে, সে জন্য আছে উলেন শাল। সুতা, চুমকি, পুঁতি, এমব্রয়ডারি, ব্লকপ্রিন্ট, টাইডাই, স্ক্রিনপ্রিন্ট, স্প্রে, জরির কাজ করা শাল তো আছেই। আবার কাতান শাড়ির সঙ্গে মিলিয়ে পরার জন্য কাতানপাড় লাগানো শালও মিলবে ফ্যাশন হাউস সাদাকালোতে। আর প্রতিটি শালের সঙ্গে মিলিয়ে আছে শাড়ি। ছেলেদের ফতুয়া আর পাঞ্জাবির সঙ্গে মিলিয়েও শালের ডিজাইন করা হয়েছে।সাদাকালো থেকে শাল কিনতে পারবেন ৮০০ থেকে ১২০০ টাকায়। উলেন শালের দাম আরেকটু বেশি হবে। বাজার ঘুরে দেখা যায়, ফ্যাশন হাউস আড়ংয়ে শীতের শালের আয়োজনে আছে বৈচিত্র্য। আড়ংয়ের বিপণন কর্মকর্তা রওনাক জাহান বলেন, বাহারি রঙের সঙ্গে শালের নকশায় আছে ভিন্নতা। সিল্ক, খাদি কাপড়ের মাঝে ব্লকপ্রিন্ট, গ্লিটার, সুতার কাজ আর আড়ংয়ের ঐতিহ্যবাহী কাঁথার সেলাই তো আছেই। এখানে শাল কেনা যাবে ৩৫০ থেকে ৫০০০ টাকার মধ্যে।ফ্যাশন হাউস রঙের পোশাক মানেই যেন রঙের ছড়াছড়ি। শীত এল রে, কারও পৌষ মাস কারও সর্বনাশ, শীতের পিঠা ভারি মিঠা—এমন সব প্রচলিত কথাসমৃদ্ধ রঙিন শীতের শাল মিলবে। খাদি কাপড়ের ওপরে সুতার কাজ করা শাল কেনা যাবে ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে।ফ্যাশন হাউস বাংলার মেলায় শালে চেক কাপড় আর ব্লকপ্রিন্টের প্রাধান্য দেখা গেল। পাড় বসানো শালও পাবেন এখানে। কেনা যাবে ৪৫০ থেকে ৯০০ টাকার মধ্যে।ফ্যাশন হাউস কে-ক্র্যাফটের বেশির ভাগ শালই খাদি আর মোটা সুতি কাপড়ের। এক রঙের খাদির মাঝে আরেক রঙের সুতার বুননে শাল। আবার ব্লকপ্রিন্ট, জরির সুতার কাজ করা শালও মিলবে কে-ক্র্যাফটে। কেনা যাবে ৪৫০ থেকে ৮০০ টাকায়।ফ্যাশন হাউস অঞ্জন’সের অধিকাংশ শালই সিনথেটিক কাপড়ের ওপরে কাঁথার সেলাই, নকশি পাড় আর তার মাঝেই পুঁতির কাজ করা। কেনা যাবে ৪৭৫ থেকে ১১৫০ টাকার মধ্যে।এ ছাড়া নিউমার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স মার্কেট থেকে পাতলা শাল কেনা যাবে।এই সময়ের শীত তাড়াতে পাতলা একটা শালই যথেষ্ট। মডেল: নাজিদা ও বাপ্পি পোশাক: সাদাকালো