পানি গরমের যন্ত্র ওয়াটার হিটার
এই শীতে অনেকেই কিছুটা গরম পানিতে গোসলে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এ জন্য কেউ কেউ চুলায় পাত্রে পানি গরম করেন। আবার কেউ কেউ ব্যবহার করেন ওয়াটার হিটার। বাজারে দুই ধরনের ওয়াটার হিটার আছে, ট্যাংকসহ ও ট্যাংকবিহীন। এই দুই ধরনের হিটার গ্যাস বা বিদ্যুতে চলে।
শক্তি সাশ্রয়
ট্যাংকবিহীন ওয়াটার হিটার যখন প্রয়োজন হয় শুধু তখন পানি গরম করে। তাই যখন ব্যবহৃত হয় না তখন শক্তিও খরচ হয় না। ওয়াটার ট্যাংক হিটারের ক্ষেত্রে বড় ট্যাংকের মধ্যে থাকা পানি গরম হয়। যখন পানি ঠান্ডা হয়ে যায়, তখনই এর হিটার চালু হয়ে পানি গরম হয়। ট্যাংকবিহীন ওয়াটার হিটারের দাম কিছুটা বেশি হলেও ভবিষ্যৎ খরচের কথা চিন্তা করলে এটিই ভালো।
কতটুকু জায়গা নেবে
ট্যাংক ওয়াটার হিটার আকৃতিতে বড় হওয়ায় বেশি স্থান দখল করে। ট্যাংকবিহীন ওয়াটার হিটার স্থাপন করতে অল্প স্থান প্রয়োজন।
স্থায়িত্ব
কোম্পানি ভেদে ট্যাংকবিহীন ওয়াটার হিটারের স্থায়িত্ব হয় প্রায় ২০ বছর। ট্যাংক ওয়াটার হিটারের স্থায়িত্ব হয় ১০ থেকে ১৫ বছর।
ধারণক্ষমতা
বড় ট্যাংকসহ ওয়াটার হিটার ১৫০ লিটারের মতো পানি ধারণ করে, যা বাড়ির সব ধরনের কাজে ব্যবহার করা যায়। অপরদিকে ট্যাংকবিহীন ওয়াটার হিটার পানির ধারণক্ষমতা কম। কারণ, এটি শুধু প্রয়োজনে গরম পানি সরবরাহ করে।
দাম
ট্যাংকবিহীন ওয়াটার হিটারের দাম টাংকসহ হিটারের চেয়ে কয়েক গুণ বেশি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া