default-image

বাংলাদেশ সময় ৭ জুন রাত আটটায় দুবাইয়ের ইতিহাদ জাদুঘরে প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয়। প্রতিযোগিতার ‘জীবনযাপন’ শাখায় বিজয়ী হয়েছে পিনু রহমানের তোলা ‘লস্ট চাইল্ডহুড’। যে ছবিতে শিশুশ্রমের বিষয়টি ফুটে উঠেছে। ‘ভ্রমণ’ শাখায় রানারআপ হয়েছে তাঁরই আরেকটি ছবি। এ ছবিতে দেখা যায়, নৌকায় বসে শাপলা ফুল তুলছে কিশোরী। ‘ড্রোন’ শাখায় বিজয়ী হয়েছে সুলতান আহমেদের তোলা হাতি ও এক কিশোরের ছবি। এ ছাড়া ‘পিপল’ শাখায় রানারআপ হয়েছে রাকিবুল আলম খানের তোলা মা-সন্তানের একটি ছবি।

default-image

আইএসডি গ্লোবালের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিযোগিতার এবারের আসরে স্থাপত্য, শিল্পকলা, খাদ্য, অটোমোবাইলসহ ১৫টি শাখা ছিল। এসব শাখায় বিশ্বের প্রায় ৭ হাজার আলোকচিত্রীর ৩৯ হাজারের বেশি ছবি জমা পড়ে। এর মধ্যে বিচারকের মনোনয়ন পায় ৭৫টি ছবি। তারপর চূড়ান্ত পর্বে ‘উইনার’ ও ‘রানারআপ’ হিসেবে ৩০টি ছবি পুরস্কার পায়।

default-image

পিনু রহমান বলেন, ‘দুবাইয়ে অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি পুরস্কার গ্রহণ করেছি। আমাদের ছবিগুলো নিয়ে প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল।’

জীবনযাপন থেকে আরও পড়ুন
মন্তব্য করুন