ফরমাল পোশাকে ঊরুতে চুলকানি হচ্ছে, কী উপায়

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা

ত্বক

প্রশ্ন: বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইচ্ছামতো পোশাক পরতাম। তবে এখন অফিসে প্রতিদিন ফরমাল পোশাক পরে যেতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত প্যান্ট–শার্ট ইন করে থাকার কারণে আমার ঊরুর ওপরের দিকে (কুচকিতে) চুলকানি হচ্ছে। তাই প্রতিদিন রাতে বাসায় ফিরে গোসল না করলে শান্তি পাচ্ছি না। এ থেকে বাঁচার উপায় কী? আমি প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে গোসল করি। দয়া করে পরামর্শ দিয়ে সাহায্য করবেন।

মেহেদি হাসান, আজিমপুর, ঢাকা

পরামর্শ: মনে হচ্ছে আপনার দাউদ বা ফাঙাস জাতীয় ইনফেকশন হয়েছে। অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিকভাবে অ্যান্টিবায়োটিক, মলম ও চুলকানি জাতীয় ট্যাবলেট খেতে হবে। সঙ্গে অবশ্যই আপনাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। তার মধ্যে অন্যতম ভেজা জামাকাপড় বেশিক্ষণ পরে থাকা যাবে না। বাসায় এসে অবশ্যই তাড়াতাড়ি গোসল করে ফেলতে হবে এবং গোসল করার সময় ছত্রাকনাশক সাবান ব্যবহার করতে হবে।

পরামর্শ দিয়েছেন—ডা. এম‌ডি কামরুল হাসান চৌধুরী

ডার্মা‌টোল‌জিস্ট এবং হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন, ‌ল্যাবএইড হাসপাতাল, ঢাকা