ফাগুনের সাজ

.
.
.
.

পয়লা ফাল্গুনে প্রথম আলোর ফেসবুক পেজ আয়োজন করেছে ‘ফাগুনের সাজ’ প্রতিযোগিতা। এ জন্য এবারের পয়লা ফাল্গুনে তোলা একক বা যুগল ছবি প্রথম আলোর ফেসবুক পেজে আপলোড করতে হবে। প্রতিযোগী নিজেই ছবি দেবেন।ছবিতে যাঁরা থাকবেন, তাঁদের অনুমতি সাপেক্ষে ছবি আপলোড করতে হবে।
২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত ছবি ফেসবুকে দেওয়া যাবে। জমা পড়া ছবি থেকে প্রাথমিক বাছাই করা ৪০টি ছবি ফেসবুক পেজে অ্যালবাম আকারে থাকবে।
পাশাপাশিঅনলাইনেও (www.prothom-alo.com) বিশেষ গ্যালারিতে স্থান পাবে। ফেসবুকে থাকা ৪০টি ছবির মধ্যে পছন্দের ছবিতে ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত লাইক দেওয়া যাবে।প্রাপ্ত লাইকের ভিত্তিতে তিনজনকে বিজয়ী নির্ধারণ করা হবে।
ছবি আপলোড করার ঠিকানা:
www.facebook.com/DailyProthomAlo
তিন বিজয়ীকে পুরস্কার হিসেবে রূপসী বাংলা হোটেলে নৈশভোজের দুটি কুপন দেওয়া হবে। পরে প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র ‘নকশা’য় পুরস্কারপ্রাপ্ত ছবি তিনটি প্রকাশিত হবে।
প্রতিযোগিতায় জমা পড়া যে কোনো ছবি প্রথম আলোর প্রিন্ট ও অনলাইন সংস্করণে প্রকাশহতে পারে।