ফেসবুকে কেনাকাটা

প্রযুক্তির যুগে ঘরে বসেই ফেসবুকের মাধ্যমে মিলবে হালফ্যাশনের খবরাখবর। শুধু খবরটিই নয়, তার সঙ্গে পছন্দের পোশাকও। ফেসবুকে থাকা গয়নার ছবি দেখে ঘরে বসে থেকেই চলতে পারে কেনাকাটা। পরিচিত ফ্যাশন হাউস তো আছেই। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ফেসবুকে গড়ে উঠেছে অনেকগুলো ফ্যাশন পাতা (পেইজ)। দেশীয় ফ্যাশন হাউজ রং-এর ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা বলেন, ‘কাজের ফাঁকে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো হয়ে উঠেছে এখন বিনোদনের মাধ্যম। তাই ফ্যাশন নিয়ে সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে এর বিকল্প নেই। এবারের ঈদ কেনাকাটায় বর্তমান সময়ে বেশ জনপ্রিয়তাও পেয়েছে এই ফ্যাশন পাতাগুলো।’ কথা হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহেরা তানিয়ার সঙ্গে। ‘ঈদ কেনাকাটা এখন অনেক সহজ হয়ে গেছে ফেসবুকের কল্যাণে। ঈদে কেনাকাটা করার ভোগান্তি আর নেই। পছন্দমতো পোশাকটি ঘরে বসে অর্ডার দিলেই এসে পৌঁছে যাচ্ছে।’ বলেন তিনি। একই মত দেন মোহাম্মদপুরে বসবাসরত চাকরিজীবী সালমা রহমানও।দেশীয় তাঁতের ও সুতির সালোয়ার-কামিজ পাঞ্জাবি, ফতুয়া, টপ, শাড়ি মিলবে রং-এর ফ্যাশন পাতায়। অঞ্জনস-এর ফ্যাশন পাতায় উঁকি দিলে সালোয়ার-কামিজ, পাঞ্জাবি আর শাড়ির পাশাপাশি দেখতে পাবেন রুপার তৈরি চমৎকার সব গয়না।ধানমন্ডিতে অবস্থিত গ্ল্যামগার্ল ডিজাইনার ক্রিয়েশন অ্যান্ড জুয়েলারিতে পাবেন দেশীয় ডিজাইনারের তৈরি লম্বা কামিজ, শাড়ি ও জুয়েলারি। গ্ল্যামগার্লের নতুন নতুন সংগ্রহগুলো দেখতে তাঁদের ফেসবুক পেইজে চোখ রাখতে বলেন এই পেইজের স্বত্বাধিকারী শাবনূর আহমেদ। হালফ্যাশনের জুতা ও ব্যাগ মিলবে শিমার পেইজের মাধ্যমে। বিভিন্ন নকশায় স্যান্ডেল, পাম্প শু, চটি জুতা এবং বাহারি সব ডিজাইনের ক্লাচ ব্যাগ আছে তাঁদের সংগ্রহে বলে জানান শিমার স্বত্বাধিকারী মাহজাবিন সায়েদ। আপনি চাইলে তাঁদের বনানীর দোকানেও একবার ঢুঁ মেরে আসতে পারেন। বাহারি কারুকাজের বালা, কানপাশাসহ বিভিন্ন জুয়েলারির খোঁজ যাঁরা করছেন তাঁদের জন্য আছে ‘আবরণ’-এর পেইজটি। আবরণের স্বত্বাধিকারী সাবরিনা জাহান জানান, এবারের ঈদ সামনে রেখে সোনার ওপর কাটাই কাজ আর নবরত্ন পাথরের গয়না এনেছেন তাঁরা। এ ছাড়া সালোয়ার-কামিজ পাবেন এখানে এবারের ঈদে। জারিফ ফ্যাশনের পেইজে পাবেন জামদানি ও মসলিন কাপড়ে নকশা করা শাড়ি ও সালোয়ার-কামিজ। বসুন্ধরা সিটিতে তাঁদের শোরুমও আছে।যাঁরা একটু ভিন্ন কাটের সালোয়ার-কামিজের খোঁজ করছেন, তাঁরা ঘুরে দেখতে পারেন অ্যাডাম অ্যান্ড ইভের পেইজে। লম্বা কামিজে ফুলের নকশা চোখে পড়বে আপনার। সালোয়ার-কামিজের পাশাপাশি শাড়ি, পাঞ্জাবি, কাফতানও রয়েছে তাঁদের ঈদ সংগ্রহে। অরচার্ড পয়েন্টে তাদের শোরুমেও একবার ঢুঁ মারতে পারেন।যাঁরা একটু জমকালো শাড়ির খোঁজে আছেন তাঁরা ঘুরে দেখতে পারেন ‘স্টাইল ওয়ার্ল্ড’-এর পেইজটি। জর্জেট, তসর, সিল্কসহ বিভিন্ন ডিজাইনারের করা শাড়ি পাবেন এখানে। সেলাইবিহীন সালোয়ার-কামিজ চাচ্ছেন যাঁরা ‘আই ব্লক’-এর পেইজে একবার ঢুঁ দেবেন। এ ছাড়া ডিজাইনার মণিদীপা দাশগুপ্তও তাঁর প্রোফাইলের মাধ্যমে সেলাই ছাড়া কাপড় বিক্রি করেন। এ ছাড়াও ফ্যাশন হাউজি চৈতি, যাত্রা, ক্যাটস আই, বাটন অ্যান্ড বোজ, ডিলাইটেড, কিনারা, ড্রিমস এক্সেসরিজের পেইজগুলোও দেখে নিতে পারেন। তবে কেনাকাটার আগে অবশ্যই পেইজগুলো নির্ভযোগ্য কি না, তা আগে ভেবে নিন। তথ্যগুলো যাচাই-বাছাই করে নিন। বিভিন্ন পেইজের কেনাকাটার প্রক্রিয়ার মধ্যে ভিন্নতা রয়েছে, সঠিক প্রক্রিয়াটি জেনে নিন। প্রয়োজন হলে ফোনে খবরাখবর নিয়ে নিন। আপনি যে পোশাকটি পছন্দ করেছেন তার কোড নম্বরটি সঠিকভাবে দেখে নিন।কিছু পেইজের ঠিকানাwww.facebook.com/GLaMgrL.bdwww.facebook.com/adameve.collectionwww.facebook.com/pages/AbORon/222414067804319www.facebook.com/pages/Mansha/168863129879844www.facebook.com/ShimmerShoeswww.facebook.com/pages/Get-Gorgeous/125815590840939www.facebook.com/rangfanclubwww.facebook.com/pages/CATS-EYE/30870795982www.facebook.com/zariffashion