ফ্যানির দুঃসাহসিক অভিযাত্রা

ফ্যানি ছিলেন মূলত পর্বতারোহী। ১৮৫৯ সালে যুক্তরাষ্ট্রে তাঁর জন্ম। ভ্রমণে তাঁর সঙ্গী ছিলেন স্বামী উইলিয়াম হান্টার ওয়ার্কম্যান। উঁচু পর্বত জয় করার ক্ষেত্রে নারীদের বিভিন্ন রেকর্ড তিনি ভেঙেছিলেন। তাঁর আরেকটি বিশেষত্ব ছিল। ভ্রমণের কাহিনিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তিনি লিপিবদ্ধ করে রাখতেন এবং প্রকাশ করতেন। এতে করে সবাই ফ্যানির দুঃসাহসিক অভিযাত্রা সম্পর্কে জানতে পারত। ফ্যানি ও তাঁর স্বামী দুজনেই ছিলেন ধনী পরিবারের সন্তান। তাই ভ্রমণের খরচ নিয়ে কখনো তাঁদের দুশ্চিন্তা করতে হতো না। ফ্যানি বুলক স্পেন ও ভারতের মধ্য দিয়ে বাইসাইকেল ভ্রমণ করেছিলেন। আবার হিমালয় পর্বতমালায় ওঠার অভিজ্ঞতাও তাঁর ছিল। প্রথম মার্কিন নারী হিসেবে ফ্যানি বুলক ওয়ার্কম্যান ফ্রান্সের প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছিলেন। পরে তিনি লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির সদস্যও মনোনীত হয়েছিলেন।

অ্যাডভেঞ্চার জার্নাল ডট কম অবলম্বনে