
একটা সময় ছিল, যখন বক্সিংয়ের মতো খেলায় কোনো দস্তানা ব্যবহূত হতো না। খ্রিষ্টপূর্ব নবম শতকে গ্রিসে যখন বক্সিং খেলা অনুষ্ঠিত হতো, তখন প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়েরা নিজেদের হাত দুটি কাপড়ে মুড়িয়ে খেলতে নামত। দস্তানা বা নরম কোনো কিছু হাতে না থাকায় এই খেলায় প্রতিদ্বন্দ্বীদের রক্তাক্ত হওয়াটা ছিল খুবই স্বাভাবিক ব্যাপার। বক্সিংয়ে অংশ নিয়ে মৃত্যুর ঘটনাও ওই সময় খুব অস্বাভাবিক ছিল না। বক্সিংয়ে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই দস্তানার প্রচলন হয়। খ্রিষ্টপূর্ব ৩৫০ সালে ওই গ্রিসেই তুলার তৈরি নরম প্যাড-সংবলিত বক্সিং দস্তানার উদ্ভব হয়। সময়ের সঙ্গে সঙ্গে বক্সিংয়ে ব্যবহূত অন্যান্য উপকরণের উদ্ভবও ঘটেছে গ্রিসে। বক্সিং অনুশীলনের পাঞ্চিং ব্যাগ, মাথার আঘাত প্রতিরোধক ইত্যাদির প্রচলনও করে এই গ্রিকরাই।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল