
আমি জানতাম বিশ্ব বন্ধুত্ব দিবস আগস্ট মাসে। কিন্তু এখন যেহেতু সব বন্ধু ফেসবুকে, ফেব্রুয়ারি অর্থাৎ ফেসবুকের জন্মমাসও এখন বন্ধুত্বের মাস হয়ে দাঁড়িয়েছে। ভ্যালেন্টাইন সাহেব আর ফাগুন বিবির বিষয় তো আছেই। প্রেম-বন্ধুত্ব মিলিয়ে বেশ একটা জমজমাট অবস্থা। ‘একদল বন্ধুর মাঝে যদি দুজনের মধ্যে প্রেম হয়ে যায় তাহলে কী করা উচিত?’ ধরেন একদল বন্ধুর মাঝে দুই লিঙ্গের মানুষই আছে। এমতাবস্থায় যদি এক নারী এবং এক পুরুষের মধ্যে প্রেম ঘটে যায় তখন কী করণীয়।
আগেই বলেছি যেহেতু আমি বড় তারকা নই, সেহেতু আমি প্রেম করিনি। সালমান খানের মতো সাংঘাতিক পর্যায়ের সেলেব্রিটি হলে হয়তো প্রেম করতে পারতাম। কিন্তু আমার মতো ছোট পর্দার ছোট পর্যায়ের অভিনেতা বিয়ে করার আগে প্রেম করলে কেউ ক্ষমা করবে না।

বন্ধু হয়ে অবশ্য আমি প্রেম দেখেছি। আমার বন্ধু গ্রুপের মাঝে অনেকবার প্রেম হয়েছে। প্রেম করেছি না বলতে পারলেও বুক উঁচিয়ে বলতে পারি যে স্কুলজীবনে যত বন্ধু বানিয়েছি তারা প্রায় সবাই এখনো আমার বন্ধু। এর মধ্যে কারও সাথে কারও প্রেম হয়েছে। মতবিরোধ হয়েছে। ঝামেলা হয়েছে। তবে আমাদের বন্ধুত্ব কীভাবে যেন টিকে গেছে।
বন্ধুত্ব জটিল জিনিস। প্রেম তার চেয়েও বেশি। জীবনের মতোই হয়তো জটিল। কোনটা যে কীভাবে টিকবে আমরা জানি না। বন্ধুত্ব কীভাবে টিকাতে হয় আমি জানি না। প্রেমের কথা তো বাদই দিলাম। ভালোবাসার কথা জানি।
দিনে দিনে আমরা আরও অসহনশীল হয়ে পড়ছি। রাস্তায় নামেন, দেখবেন যে কেউ আপনার জন্য এক ইঞ্চি জায়গা ছেড়ে দিচ্ছে না। সামাজিক মাধ্যমে যান দেখবেন যে সবাই ন্যূনতম কারণে আপনার ওপর অনেকে ঝাঁপিয়ে পড়ছে। এই সময় বন্ধুদের দরকার। বন্ধুত্ব হয় অনেক দিনের গভীর মমতার কারণে। প্রেমও হয় মমতার কারণে। যদি বন্ধুদলের মধ্যে প্রেম ও বন্ধুত্বের সংঘাতের লক্ষণ দেখেন, তাহলে মমতার বিষয়টা মনে রাখবেন। হয়তো পুল হলে আপনার বন্ধুকে কম পাওয়া যাবে। হয়তো চুলের রিবন্ডিংটা ঠিকভাবে হয়নি, এই ব্যাপারে বান্ধবীর সঙ্গে ফোনে দু ঘণ্টা কথা না বলে এক ঘণ্টা বলতে হবে। তখন মনে রাখবেন যে এই এক-দুই ঘণ্টার ব্যথার কারণ অনেক বছরের মমতা। সেই মমতা ফেলে না দিই।
আর যাঁরা এই অবস্থায় প্রেম করছেন, তাঁরা মনে রাখবেন যে বন্ধুরা যতই বিরক্তিকর আচরণ করুক না কেন, খুব সম্ভব গভীর মমতার কারণেই করছেন। মিস করছেন বলেই করছেন। কষ্ট করে হলেও সেই মমতা জিইয়ে রাখলে কেউই বঞ্চিত হবেন না।
এখনো অত গরম পড়েনি। এই ফেব্রুয়ারি মাসেই আবহাওয়া একটু সহনীয় থাকবে। মাথা গরম করবেন না। বন্ধুকে ভালোবাসুন, প্রেমিকাকেও। ভ্যালেন্টাইন সাহেব ফাগুন বিবি এবং মিস্টার জাকারবার্গের জয় হোক।