বন্ধু তোর বারাত নিয়া...

বন্ধুর বিয়ে নিয়ে অন্য বন্ধুর যে পরিমাণ উত্তেজনা থাকে, ততটা উৎসাহ আর উত্তেজনা হয়তো নিজের বিয়ে নিয়েও থাকে না। কথাটি কিন্তু এমনি এমনি বলা হয়নি। এর প্রমাণ আছে। বলিউড তারকারা হলেন এর প্রমাণ। আজ এমন কয়েকজন বলিউড তারকার কাছের বন্ধুর বিয়ের কথা জানব, যাঁদের বিয়ে নিয়ে তুমুল আলোচনা হয়েছে বি-টাউনে। কিন্তু আদতে সেই পাত্র কিংবা পাত্রী কেউ-ই বলিউডের বাসিন্দা নন। শুধুই তারকা বন্ধুর উত্তেজনার কারণে খবরের শিরোনাম হয়েছেন তাঁরা।

কৃপা মেহতার বিয়েতে আলিয়া

এ বছরের জানুয়ারি মাসে ভারতের মুম্বাইয়ের ধনাঢ্য পরিবারের মেয়ে কৃপা মেহতার বিয়ে হয়। সাধারণত এমন বিয়ে সচরাচরই হয়। কিন্তু বিয়ে খবরের শিরোনামে উঠে আসে। তবে কৃপার বিয়ে সাড়া ফেলেছিল সবখানে। এর কারণ কৃপার তারকা বন্ধু আলিয়া ভাট। কৃপার বিয়ে নিয়ে প্রতিমুহূর্তে আলিয়ার আবেগ-উৎকণ্ঠা নজর কেড়েছে সবার। বন্ধুর বিয়ের নাচ, হলুদের পোশাক আর বন্ধুকে বরের হাতে তুলে দিয়ে বিদায়ের সময় আলিয়ার কান্না—গণমাধ্যমের রসদ ছিল সবই। জানুয়ারি মাসে হয় কৃপার বিয়ে। আর সবচেয়ে কাছের বন্ধু আলিয়ার কারণে মাসজুড়েই খবরের শিরোনামে থাকে সেই বিয়ের খুঁটিনাটি।

রিকিতা নিহালিনির বিয়েতে সোনাক্ষি

বন্ধু হলে হতে হবে সোনাক্ষির মতো। আজকাল তো ব্যস্ততার অজুহাতে অনেকেই সময় দেন না বন্ধুকে। আর সোনাক্ষিকে দেখুন। যুক্তরাষ্ট্রে একের পর এক স্টেজ শো করে কোনো বিশ্রাম না নিয়েই এই অভিনেত্রী বন্ধুর জন্য তাড়াহুড়ো করে ছুটে আসেন ভারতে। অংশ নেন বন্ধু রিতিকা নিহালিনির বিয়েতে। শুধু কি বিয়েতে অতিথি হয়ে অংশ নেওয়া? মোটেই না। বিয়ের আগে সংগীত সন্ধ্যার নাচের মহড়ায়ও অংশ নিয়েছেন। বন্ধুর বিয়ের জন্য নিয়েছেন সপ্তাহখানেকের ছুটি। এমনকি রিতিকার বিয়ের জন্য নিজের ছবি হ্যাপি ফির ভাগ জায়েগির ট্রেলার উন্মোচনও পিছিয়েছেন এই অভিনেত্রী। বন্ধু তো এমনই হয়।

এশাঙ্কা ওয়াহির বিয়েতে শ্রদ্ধা কাপুর

ছোটবেলার বন্ধু এশাঙ্কাকে শ্রদ্ধা কাপুর বলেন নিজের কলিজার টুকরো। তাই বন্ধুর বিয়ের অনেক আগে থেকেই এ নিয়ে এশাঙ্কার চেয়ে বেশি উত্তেজিত ছিলেন শ্রদ্ধা। বিয়ের আগে এই অভিনেত্রী বন্ধুকে নিয়ে গিয়েছিলেন ‘ব্যাচেলর ট্রিপ’-এ ইতালি ভ্রমণে। এরপর ফিরে এসে বন্ধুর বিয়েতে সে কী ফুর্তি? সেই এক বিয়ে দিয়ে শ্রদ্ধা পুরো সামাজিক যোগাযোগের মাধ্যম সরগরম করে রেখেছিলেন। ২০১৭ সালের সেপ্টেম্বর মাস বলিউডপাড়ায় আলোচিত ছিল বন্ধুর বিয়েতে শ্রদ্ধার মঞ্চকাঁপানো নাচ।

আদিত্যর বিয়েতে দীপিকা

তখন খুব কঠিন সময় যাচ্ছিল দীপিকার। পদ্মাবত ছবির জের ধরে তাঁর বিরুদ্ধে খেপে উঠেছিল রাজস্থানের করনি সেনারা। কত হুমকি-ধামকি। কিন্তু তাতে কী আসে-যায়। বন্ধুর বিয়ের কাছে পাত্তাই পায়নি সেই সব সংকট; বরং টুইটার-ফেসবুক-ইনস্টাগ্রামে ছড়ানো ঘৃণাকে তিনি বন্ধুর বিয়ের উচ্ছ্বাস দিয়ে চাপা দিয়ে রেখেছিলেন। ২০১৭ সালের নভেম্বরে তখন ভারতজুড়ে দীপিকাকে নিয়ে রীতিমতো বিক্ষোভ। আর ওদিকে দীপিকা তাঁর ‘জনম জনমের বন্ধু’ আদিত্য নারায়ণের বিয়েতে ব্যস্ত। নিজের বিয়েতেও এমন টকটকে লাল বেনারসি শাড়ি পরবেন কি না, তার ঠিক নেই। কিন্তু বন্ধুর বিয়েতে একদম সেজেছিলেন জম্পেশ। ইনস্টাগ্রামে বিয়ে উপলক্ষে নিজেদের এখনকার ছবির আর ছেলেবেলার ছবি দিয়ে করেছিলেন স্মৃতিচারণা।

কুকি বুলানির বিয়েতে সোনম

২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে হয় সোনমের ছোটবেলার বন্ধু কুকি বুলানির বিয়ে। সেই সময় নিজের বেওয়াকুফিয়া ছবির প্রচারে ব্যস্ত থাকার কথা ছিল সোনমের। কিন্তু বন্ধুর বিয়ের জন্য কাজকে শিকেয় তুলে এক সপ্তাহ ছুটি কাটান সোনম। ইচ্ছামতো ছবি তোলেন, সাজেন আর ভরপেট চলে খাওয়াদাওয়া।

গ্রন্থনা: আদর রহমান