‘বলিউড আমাকে এইচএসসিতে ফেল করা থেকে বাঁচিয়েছে’
চলছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’র ঝড়। প্রশংসায় ভাসছেন আলিয়া। গত ১৬ ফেব্রুয়ারি সিনেমাটির প্রিমিয়ার হয় বার্লিন চলচ্চিত্র উৎসবে। ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায় বড় পর্দায়। এরপর থেকে আলিয়াকে বলা হচ্ছে বলিউডের ‘নতুন রানি’। মাত্র পাঁচ দিনের মাথায় মূলধন ১০০ কোটি টাকা তুলে আনতে না আনতেই এল আরেক সুখবর। হলিউডে পা রাখছেন আলিয়া। নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’ সিনেমায় তিনি পর্দা ভাগ করবেন ‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত হলিউড অভিনেত্রী গাল গ্যাদতের সঙ্গে। ‘গাঙ্গুবাঈ’য়ের প্রচারণার পুরোটা সময় সাদা পোশাকে ছবির প্রচারণা চালিয়েছেন আলিয়া। সেই ছবিগুলো দেখতে দেখতে চোখ বুলিয়ে নেওয়া যাক আলিয়ার লাইফস্টাইলে।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০