‘বলিউড আমাকে এইচএসসিতে ফেল করা থেকে বাঁচিয়েছে’

চলছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’র ঝড়। প্রশংসায় ভাসছেন আলিয়া। গত ১৬ ফেব্রুয়ারি সিনেমাটির প্রিমিয়ার হয় বার্লিন চলচ্চিত্র উৎসবে। ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায় বড় পর্দায়। এরপর থেকে আলিয়াকে বলা হচ্ছে বলিউডের ‘নতুন রানি’। মাত্র পাঁচ দিনের মাথায় মূলধন ১০০ কোটি টাকা তুলে আনতে না আনতেই এল আরেক সুখবর। হলিউডে পা রাখছেন আলিয়া। নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’ সিনেমায় তিনি পর্দা ভাগ করবেন ‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত হলিউড অভিনেত্রী গাল গ্যাদতের সঙ্গে। ‘গাঙ্গুবাঈ’য়ের প্রচারণার পুরোটা সময় সাদা পোশাকে ছবির প্রচারণা চালিয়েছেন আলিয়া। সেই ছবিগুলো দেখতে দেখতে চোখ বুলিয়ে নেওয়া যাক আলিয়ার লাইফস্টাইলে।
১ / ১০
ব্যক্তিগত আর পেশাজীবন—দুই দিক থেকেই জীবনের সেরা মুহূর্তে দাঁড়িয়ে আছেন আলিয়া ভাট। তাঁর জীবনের স্বপ্ন ছিল সঞ্জয় লীলা বানসালির সিনেমায় অভিনয় করা। সেই অভিনয় বড় পর্দায় তৈরি করেছে এক আইকনিক চরিত্র। সাধারণত বলিউডের শিল্পীদের দুই ভাগে ভাগ করা হয়। ‘সুপারস্টার’ আর ‘আর্টিস্ট’। আলিয়া এ ক্ষেত্রে ব্যতিক্রম। তাঁকে বলা হচ্ছে একই সঙ্গে তারকা আর গুণী অভিনেত্রী
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
অন্য দিকে এ বছরই বাজতে পারে আলিয়া ভাটের বিয়ের সানাই। ইতিমধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, ‘আমি তো মনে মনে অনেক আগেই রণবীরকে বিয়ে করেছি। আমি মানসিকভাবে বিবাহিত।’ এই সাক্ষাৎকারের পর ভক্তরা এই জুটির কাল্পনিক বিয়ের ছবি বানিয়েছেন। আর মজা করে ক্যাপশনে লিখেছেন, ‘মনের বিয়েই বড় বিয়ে’। রণবীর কাপুরকে আলিয়ার বাবা মহেশ ভাট শুরুতে মেনে নেননি। এখন হাসিমুখে হবু মেয়েজামাইয়ের প্রশংসা করছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
চার বছর ধরে প্রেম করছেন এই জুটি। ১১ বছর বয়সে প্রথম রণবীরকে দেখেছিলেন আলিয়া। তখন থেকেই নাকি রণবীরের ওপর ক্রাশ! ১৫ বছর বয়সে তিনি আর রণবীর দুজনেই ‘বালিকা বধূ’ সিরিয়ালের জন্য অডিশন দিয়েছিলেন। কিন্তু কেউ-ই টেকেননি!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
আলিয়ার বিয়ের বিভিন্ন আয়োজনের পোশাক আর গয়নাও তৈরি। সব ঠিকঠাক, কেবল আলিয়ার হাতে এখন বিয়ে করার সময় নেই
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
আলিয়ার জন্ম ১৯৯৩ সালের ১৫ মার্চ। ভালো ছাত্রী নন বলিউডের সর্ব্বোচ্চ পারিশ্রমিক গোনা এই অভিনেত্রী। পড়াশোনা কখনোই ভালো লাগত না। শতকরা ৭১ ভাগ নম্বর নিয়ে এসএসসি পাস করেন। উচ্চমাধ্যমিক পড়তে পড়তে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির প্রস্তাব আসে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার পর ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি যদি এই ছবিতে অভিনয়ের সুযোগ না পেতাম, তাহলে নিশ্চিত এইচএসসি পরীক্ষা দিতে হতো। আর তার চেয়েও নিশ্চিত যে ফেল করতাম। তাই বলিউড আমাকে এইচএসসিতে ফেল করা থেকে বাঁচিয়েছে।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
‘এসএসসি পাস’ এই নায়িকা এখন ছবিপ্রতি ১২ কোটি টাকা করে নেন। আর তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫ কোটি টাকা (১০ মিলিয়ন ডলার)
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
প্রতি রাতে ডায়েরি লেখেন আলিয়া। তাঁর বেশ কিছু পোষা বিড়াল আছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
আলিয়ার নিজের একটি বাড়ি আছে। আর তাঁর সংগ্রহে আছে বেশ কিছু গাড়ি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
আলিয়ার ভাষায়, তিনি নাকি অলস। শুটিং না থাকলে টানা ১২ ঘণ্টা ঘুমান তিনি। এটাই নাকি তাঁর সুন্দর ত্বকের অন্যতম কারণ
ছবি: ইনস্টাগ্রাম থেকে