পদের নাম: উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা(পুর)/প্রাক্কলনিক।
পদের সংখ্যা: ৬৮।
বয়স: ২০-১২-১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তবে শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১৬০০০-৩৮৬৪০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত বিজ্ঞপ্তিতে উল্লেখিত ১ পাতার ফরম পূরণপূর্বক নির্ধারিত তারিখের মধ্যে পরিচালক, কর্মচারী উন্নয়ন পরিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রহমান চেম্বার (১০ম তলা), ১২-১৩ মতিঝিল বা/এ, ঢাকা ১০০০ এই ঠিকানায় ডাকযোগে বা সরাসরি জমা দিতে হবে। তিন কপি ৫-৫ সেমি সাইজের ছবি (১ কপি আঠা দিয়ে ফরমে লাগানো এবং অপর দুটি সত্যায়িত কপি সংযুক্ত) এবং উপপরিচালক, ঢাকা আঞ্চলিক হিসাব কেন্দ্র, বাপাউবো, ঢাকার অনুকূলে যেকোনো শিডিউল ব্যাংক থেকে ক্রয়কৃত ১০০০ টাকার শুধু এমআইসিআর নম্বরযুক্ত ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার (অফেরতযোগ্য) দাখিল করতে হবে। খামের ওপর প্রার্থীর পদের নাম ও নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদনপত্রের নমুনা www.bwdb.gov.bd এ পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ২০ ডিসেম্বর ২০১৬।