
১. জহির রায়হানের চলচ্চিত্রগুলোর মধ্যে আমার প্রিয়...
বিপুল রায়হান: কাচের দেয়াল।
মেয়ে: কখনো আসেনি।
২. প্রিয় গান...
বিপুল: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’।
মেয়ে: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। এই গানটি আমার আর বাবার দুজনেরই প্রিয়।
৩. কোন বৈশিষ্ট্য থাকলে বাবা আরও ভালো বাবা হতে পারতেন, মেয়ে আরও ভালো মেয়ে হতে পারেন?
বিপুল: ভাষার রাগ অনেক বেশি, ওর রাগ কম হলে ভালো হতো।
মেয়ে: আমার বাবা পারফেক্ট বাবা।
৪. দুজনের প্রিয় বাঙালি খাবার...
বিপুল: ভুনা খিচুড়ি, মাংস ভুনা, ডালভাত-আলু ভর্তা।
মেয়ে: চিংড়ি মাছের ভুনা, শুঁটকি ভর্তা।
৫. আপনার প্রিয় অভিনয়শিল্পী?
বিপুল: সোফিয়া লরেন, মিতা চৌধুরী, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়।
মেয়ে: আমার দাদি সুমিতা দেবী, মেরিল স্ট্রিপ, মিতা চৌধুরী, হুমায়ুন ফরীদি।
৬. কোথায় বারবার যেতে চান?
বিপুল: নেপাল জায়গাটিতে আমি অনেকবার গিয়েছি এবং যতবার যাই মুগ্ধ হই। সুযোগ হলে আবার যেতে চাই।
মেয়ে: বাবার মতো আমিও নেপালে বারবার যেতে চাই। আমারও খুব প্রিয় জায়গা।
৭. কোন লেখকের লেখা বেশি পড়া হয়?
বিপুল: জহির রায়হান, লিও তলস্তয়, মানিক বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ।
মেয়ে: জহির রায়হান, রুদ্র মাহফুজ।
৮. আমার দেখা সেরা ব্যক্তিত্ব...
বিপুল: ভ্লাদিমির ইলিচ লেনিন।
মেয়ে: দাদি সুমিতা দেবী।
৯. জীবনের সবচেয়ে প্রিয় ঘটনা...
বিপুল: আমার প্রথম মেয়ে ভাষার জন্ম হওয়ার মুহূর্ত। ওই মুহূর্তটির কথা মনে পড়লেই আমি শিহরিত হই।
মেয়ে: আমার ছোট ভাই আমার নয় বছরের ছোট। ওর যখন জন্ম হয়েছিল, তখন আমার চেয়ে বেশি খুশি কেউ হয়নি! ওর পৃথিবীতে আসাই আমার সবচেয়ে প্রিয় ঘটনা।
সাক্ষাৎকার: আহসান রণি