বিডিএসের পর কোথায় উচ্চশিক্ষা নেব

বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ডিগ্রি নেওয়ার পর পোস্ট গ্র্যাজুয়েশন করার সুযোগ আছে কোথায়? খোঁজখবর নিয়ে জানিয়েছেন ইয়ুথ অপরচুনিটিজের প্রতিষ্ঠাতা ও দন্ত্য চিকিৎসক ওসামা বিন নূর।

নেপালের নাগরিক ডা. অ্যাঞ্জেলা নিউপানে বাংলাদেশে বিডিএস ডিগ্রি নিয়েছেন
ছবি: লেখক

ইয়ুথ অপরচুনিটিজ প্ল্যাটফর্মে আমরা নানা সুযোগ নিয়ে কাজ করি। নানা দেশের বৃত্তি থেকে শুরু করে কর্মশালা, এক্সচেঞ্জ প্রোগ্রাম, সম্মেলন, প্রতিযোগিতাসহ বিভিন্ন সুযোগের খবর থাকে আমাদের ওয়েবসাইট ও অ্যাপে। ডেন্টালে পড়া অনেক শিক্ষার্থীই আমার কাছে জানতে চান, বিডিএসের পর উচ্চশিক্ষার কী কী সুযোগ আছে? আমি যখন ডেন্টাল কলেজের ছাত্র ছিলাম, সত্যি বলতে, তখন এই বিষয়ে আমার নিজেরও খুব একটা ধারণা ছিল না। তাই আগ্রহীদের জন্য আজকের এই লেখা। বিডিএসের পর বাংলাদেশে বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) স্বীকৃত যে ডিগ্রিগুলো নেওয়ার সুযোগ আছে, সে সম্পর্কে এখানে ছোট পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব।

বিডিএস পাস করার পর নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার জন্য ওই বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বাংলাদেশে আছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (বিসিপিএস) ছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার ডিগ্রি প্রদান করে। যাঁরা ক্লিনিক্যাল প্র্যাকটিসের পাশাপাশি বাংলাদেশের ডেন্টাল কলেজগুলোতে শিক্ষকতা পেশায় যেতে চান, তাঁদের ক্ষেত্রে ডেন্টাল কলেজগুলো বিএমডিসি স্বীকৃত প্রতিষ্ঠানের ডিগ্রিই গ্রহণ করে। তবে বিদেশ থেকে ডিগ্রি নিয়েও আবেদনের মাধ্যমে বিএমডিসির স্বীকৃতি নেওয়া যায়।

বিডিএস পাস করা ডেন্টিস্টরা যেসব ডিগ্রি নিতে পারেন— ১. এমএস (মাস্টার অব সার্জারি) ২. এফসিপিএস (ফেলো অব কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন) ৩. এমডি (ডক্টর অব মেডিসিন) ৪. এমপিএইচ (মাস্টার্স ইন পাবলিক হেলথ) ৫. ডিডিএস (ডিপ্লোমা ইন ডেন্টাল সার্জারি) ৬. এমফিল (মাস্টার অব ফিলোসফি) ৭. এমমেড ((মাস্টার অব মেডিকেল এডুকেশন) ৮. পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) ৯. এমসিপিএইচ (মেম্বার অব কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন)

এমএস (মাস্টার অব সার্জারি)

এমএস ডিগ্রি দেয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এই ডিগ্রির বিশেষত্ব হলো, ক্লিনিক্যাল ও গবেষণায় দক্ষতা বাড়ানো। ৫ বছরের কোর্সটি ফেস-এ ও ফেস-বিতে ভাগ করা। ২০০ নম্বরের পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হন, সুযোগ পান তাঁরাই। তবে বিসিএস ক্যাডার ও বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা কোটা আছে।

বিডিএস পরীক্ষায় পাস করার ২ বছর পর, অর্থাৎ ১ বছর ইন্টার্নশিপ শেষ করার আরও ১ বছর পর এমএস পরীক্ষার জন্য আবেদন করা যাবে। এই কোর্সে প্রতি মাসে ২০ হাজার টাকা সম্মানী ভাতা দেওয়া হয়।

যেসব বিষয়ে পড়ানো হয়:

১. কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকস

২. ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি

৩. অর্থোডোন্টিকস

৪. প্রস্থডোন্টিকস

৫. পেডোডোন্টিকস

এফসিপিএস (ফেলো অব কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন)

এফসিপিএস ডিগ্রি দেয় বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (বিসিপিএস)। ৫ বছরের কোর্সের দুটি অংশ—পার্ট-১ ও পার্ট-২। ৩০০ নম্বরের পরীক্ষায় ৭০ শতাংশ বা তার চেয়ে বেশি পেলে তবেই কোর্সটি করার সুযোগ পাওয়া যাবে। বিডিএস পরীক্ষা পাস করে, ১ বছর ইন্টার্নশিপ শেষ করার পর এফসিপিএস পরীক্ষার জন্য আবেদন করা যাবে। এই কোর্সেও প্রতি মাসে ২০ হাজার টাকা সম্মানী ভাতা দেওয়া হয়।

যেসব বিষয় পড়ানো হয়:

১. কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকস

২. ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি

৩. অর্থোডোন্টিকস

৪. প্রস্থডোন্টিকস

এমডি (ডক্টর অব মেডিসিন)

এমডি ডিগ্রি দেয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। ডেন্টালের প্রাথমিক বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য সম্প্রতি কোর্সটি চালু করা হয়েছে। ৩ বছরের কোর্সটি ফেস-এ ও ফেস-বি তে ভাগ করা। সব মিলিয়ে ২০টি আসন। বিডিএস পরীক্ষায় পাস করার ২ বছর পর, অর্থাৎ ১ বছর ইন্টার্নশিপ শেষ করার আরও ১ বছর পর এমডি পরীক্ষার জন্য আবেদন করা যাবে। এই কোর্সে প্রতি মাসে ২০ হাজার টাকা সম্মানী ভাতা দেওয়া হয়।

যেসব বিষয় পড়ানো হয়:

১. ওরাল অ্যানাটমি

২. ওরাল প্যাথলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি

৩. পেরিওডন্টোলজি

৪. সায়েন্স অব ডেন্টাল ম্যাটেরিয়াল

৫. ডেন্টাল ফার্মাকোলজি

এমপিএইচ (মাস্টার্স ইন পাবলিক হেলথ)

বিএসএমএমইউ অধীনে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) থেকে এমপিএইচ ডিগ্রি দেওয়া হয়। ১ বছর ৬ মাসের কোর্সটিতে আসন ২০০-এর বেশি। বিডিএস পরীক্ষা পাস করার ২ বছর পর, অর্থাৎ ১ বছর ইন্টার্নশিপ শেষ করার আরও ১ বছর পর এমপিএইচ পরীক্ষার জন্য আবেদন করা যাবে। পূর্ণ বৃত্তিসহ কোর্সটি করা যায়। তা ছাড়া দেশে ও দেশের বাইরে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় এমপিএইচ করার সুযোগ আছে।

ডিডিএস (ডিপ্লোমা ইন ডেন্টাল সার্জারি)

ডিডিএস ডিগ্রিটিও বিএসএমএমইউর অধীনে করা যায়। ২ বছরের কোর্সটির জন্য বিডিএস পরীক্ষা পাস করার ২ বছর পর, অর্থাৎ ১ বছর ইন্টার্নশিপ শেষ করার আরও ১ বছর পর আবেদন করা যাবে। কোর্সে প্রতি মাসে ২০ হাজার টাকা সম্মানী ভাতা দেওয়া হয়।

এই কোর্সে যা যা আছে:

১. প্রিভেনটিভ অ্যান্ড চিলড্রেন ডেন্টিস্ট্রি

২. কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকস

৩. ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি

৪. অর্থোডোন্টিক্স

৫. প্রস্থডোন্টিক্স

৬. মেডিসিন ও সার্জারি

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে এমফিল (মাস্টার অব ফিলোসফি), এমমেড (মাস্টার অব মেডিকেল এডুকেশন), পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) এবং বিসিপিএসের অধীনে এমসিপিএইচ করার সুযোগ আছে।

বর্তমান শিক্ষার্থী, প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে এই তথ্যগুলো আমি জেনেছি। বিএসএমএমইউ ও বিসিপিএসের ওয়েবসাইটের আরও বিস্তারিত জানা যাবে।

ডা. ওসামা বিন নূর
ছবি: সংগৃহীত

ক্লিনিক্যাল, গবেষণা ও জনস্বাস্থ্য নিয়ে দেশের বাইরে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ আছে। নিজ খরচে বা বৃত্তি নিয়ে পড়তে পারবেন। তবে ক্লিনিক্যাল বিষয়ে বৃত্তি পাওয়ার সুযোগ কম। এ ক্ষেত্রে গবেষণা ও জনস্বাস্থ্য নিয়ে পড়াশোনার জন্য সরকারি ও বেসরকারি অনেক বৃত্তি রয়েছে। সেসব নিয়ে আরেক দিন লিখব। আরও তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করতে চাইলে ই-মেইল করতে পারেন এই ঠিকানায়: [email protected]