বিবাহিত পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক নয়

বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কের পরিণতি ভালো নয়। ছবিটি প্রতীকী।
বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কের পরিণতি ভালো নয়। ছবিটি প্রতীকী।

যেকোনো ধরনের সম্পর্কের আগে আগ-পিছ ভাবাটা খুবই জরুরি। নিজের অবস্থান, সম্পর্কের পরিণতি, লাভ-ক্ষতি সবকিছুই বিবেচনায় আনা দরকার। বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে নারীদের সচেতনতার মাত্রা একটু বেশিই থাকা উচিত। কারণ, এ ধরনের সম্পর্কের পরিণতি কখনোই ভালো হয় না। তার ওপর আছে নানা সমস্যা ও বিপত্তি।
আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বিবাহিত পুরুষের সঙ্গে নারীর সম্পর্কে না জড়ানোর সমর্থনে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এগুলো হলো—
ভুল
বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ককে জায়েজ করতে আবেগের বশে অনেকে নানা সব খোঁড়া যুক্তি দেন। কিন্তু বাস্তবতা হলো, এ ধরনের সম্পর্কের ক্ষেত্রে কোনো যুক্তিই গ্রহণযোগ্য হতে পারে না। এই সম্পর্ক নৈতিকভাবে ভুল। জীবনকে সুন্দর করার পরিবর্তে তা বিষিয়ে তুলতে পারে।
পরিবারই প্রথম
একজন বিবাহিত পুরুষ অপর নারীর কাছে দাবি করতে পারেন, তিনি তাঁকে অনেক ভালোবাসেন। তাঁর ভালোবাসায় কোনো খাদ নেই। কিন্তু দিন শেষে ওই পুরুষের কাছে তাঁর নিজের পরিবার, স্ত্রী, সন্তানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মিথ্যা

এ ধরনের সম্পর্কে মিথ্যার প্রাধান্য বেশি থাকে। ঘরে স্ত্রী, সন্তান থাকা পুরুষ বাইরের কোনো নারীর সঙ্গে সম্পর্ক করলে সাক্ষাত্, সময় দেওয়া, শপিং, ঘোরাঘুরি, সিনেমায় যেতে অপারগতার বিষয়ে নানা মিথ্যা অজুহাত দেখান। কারণ, সবার আগে তাঁকে তাঁর নিজের ঘর সামলাতে হয়।

অগ্রহণযোগ্য
এক সেকেন্ড! একটু ভাবুন। যে লোক তাঁর স্ত্রী-সন্তানের সঙ্গে প্রতারণা করছেন, তাঁকে কি আপনি মেনে নেবেন? প্রতারণা সব সময়ই লজ্জাজনক ও অগ্রহণযোগ্য। আজ যে পুরুষ তাঁর স্ত্রী-সন্তানের সঙ্গে প্রতারণা করছেন, তিনি তো অন্য নারীর সঙ্গেও প্রতারণা করতে পারেন। তা ছাড়া, ওই পুরুষ যে তাঁর পরিবার ছেড়ে চলে আসবেন, এই নিশ্চয়তাও তো নেই।