
বিড়ালপ্রেমীদের জন্য বেশ বড় খবর দিলেন উদ্ভাবকেরা। আপনার প্রিয় বিড়ালের ভাষা এখন সহজেই বুঝতে পারবেন। বিশ্বাস না হলেও এমনই কাণ্ড ঘটিয়েছেন যুক্তরাজ্যের একদল উদ্ভাবক। বিড়ালের গলায় পরার জন্য বিশেষ ধরনের কলার তৈরি করেছেন তাঁরা, যা দিয়ে বিড়ালের বিভিন্ন ধরনের ‘মিঞাও’ ডাকের অনুবাদ করা যায়। কোন মিঞাও-তে বিড়াল কোন ধরনের আবেগ প্রকাশ করে, তা জানা যাবে এ যন্ত্রের মাধ্যমে। আপনার বিড়াল ক্ষুধার্ত নাকি রেগে আছে তা-ও বুঝতে পারবেন। লন্ডনের বিজ্ঞাপনী সংস্থা প্রতিষ্ঠান অ্যাডাম অ্যান্ড ইভ ডিডিভি এই যন্ত্র তৈরি করেছে।
যন্ত্রটি বিড়ালের ডাককে মানুষের ভাষায় বদলে দেয়। তারহীন ওয়াই-ফাই ও ব্লুটুথ সংযোগে যন্ত্রটি চালানো যায়। এই কথা বলা গলাবন্ধনীর নাম দেওয়া হয়েছে ক্যাটারবক্স। আপাতত শুধু যুক্তরাষ্ট্র আর নিউজিল্যান্ডের বিড়ালেরাই এই যন্ত্র দিয়ে নিজের ভাব প্রকাশের সুযোগ পাচ্ছে। বিড়াল আর মনিবের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতেই এই যন্ত্র তৈরি করেছেন বলে জানিয়েছেন উদ্ভাবকেরা।
সূত্র: মিরর