বিয়ের আগে কী ভাববেন?

বিয়ের আগে নিজের ভাবনার পাশাপাশি পরিবারের বিষয় নিয়ে ভাবা উচিত। ছবি: অধুনা
বিয়ের আগে নিজের ভাবনার পাশাপাশি পরিবারের বিষয় নিয়ে ভাবা উচিত। ছবি: অধুনা

ছোটবেলা থেকে একটি কল্পিত সংসারের স্বপ্ন আমরা সবাই দেখি। সে সংসারের ঘরদোর থেকে শুরু করে মানুষটিও হয় নিজের মতো। কিন্তু দিনে দিনে নির্ঝঞ্ঝাট সে ভাবনার গুড়ে বালি পড়ে। পড়াশোনা, ক্যারিয়ার আর সমাজে প্রতিষ্ঠিত হওয়ার দৌড়ে একসময় আচমকা মাথায় আসে বিয়ে নিয়ে সত্যিকারের ভাবনা। তাহলে সত্যিকার বিয়ের বাদ্য বাজার সময় তরুণদের ভাবনটা কেমন হওয়া উচিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহতারিমা রহমান বলেন, ‘বিয়ে তো সারা জীবনের ব্যাপার। যেন দুজনের কেউ কারও ওপর নির্ভরশীল না থাকতে হয়। তাই আগে প্রতিষ্ঠিত হব, তারপর বিয়ের চিন্তা। কারণ, নির্ভরতা মানে অনেকটা পরাধীনতা।’
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করছেন তানজিলা মজুমদার। তিনি বলেন, ‘সুশিক্ষিত, সৎ, প্রতিষ্ঠিত এবং নারীকে সম্মান করতে জানে, এমন ছেলেকেই আমি পছন্দ করব। পারিবারিক বা নিজের পছন্দেই হোক, বিয়ের আগে কিছু বিষয় খোলামেলা আলোচনা করে নেব। একজন আরেকজন সম্পর্কে ভালোভাবে জেনেবুঝেই সিদ্ধান্ত নেওয়া উচিত।’
সমাজবিজ্ঞান বিয়েকে বলে একটি সামাজিক প্রতিষ্ঠান—যার মাধ্যমে শুরু নতুন দুটি মানুষের পথচলা। তাই বিয়ে শুধু দুজন মানুষকেই একত্র করে না, দুটি ভিন্ন পরিবারের মানুষকেও একসুতোয় বাঁধে। সমাজবিজ্ঞানী মাহবুবা নাসরীন বলেন, ‘আমরা এখন একটি মিশ্র সমাজে বাস করছি। বিয়ে নিয়ে যার যার ব্যক্তিগত ভাবনাকে প্রাধান্য দেওয়া উচিত। আবার আমরা যেহেতু এখনো পারিবারিক বন্ধন এড়িয়ে যেতে পারি না, তাই পারিবারিক বিষয়টিও বিবেচনা করা উচিত।’
কিন্তু ছেলেমেয়ের পছন্দে অনেক সময় সায় থাকে না পরিবারের। সে সময় দুটি পথই খোলা থাকে তাঁদের জন্য—অবাধ্য হয়ে বিয়ে করা, নয়তো পরিবারের সিদ্ধান্ত মেনে নেওয়া। তবে তিতুমীর কলেজের শিক্ষার্থী মনোরঞ্জন ভৌমিক মনে করেন, ‘আমরা যদি প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে হয়তো ব্যক্তিগত সম্পর্কের বিষয় পরিবারের কাছে ততটা প্রকট হয় না। কারণ সে সময় সিদ্ধান্ত নেওয়ার ভার অনেকটা আমাদের ওপরই থাকে। তাই আমাদের প্রতিষ্ঠিত হওয়ার পরই বিয়ে নিয়ে ভাবা উচিত।’
আত্মনির্ভরশীল না হয়ে বিয়ের সিদ্ধান্ত নেওয়া যে উচিত নয়, তা নিয়ে আরও কিছু যুক্তি দেখালেন তরুণ পেশাজীবী আবু সায়েম, ‘আজকাল বিয়ে মানেই বিশাল আয়োজন। তখনই সামনে চলে আসে খরচের বিষয়। পরিবারের ওপর নির্ভর না করে এ খরচের চিন্তা কিন্তু আমাদের করা উচিত।’
এদিকে আবার বিয়ের আগে দুজনের মধ্যে বোঝাপড়া থাকার বিষয়টাকে বিশেষ গুরুত্ব দিতে হবে বলে মনে করেন অনেকে। রুয়েটের শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন ‘প্রেমের বিয়ে হোক বা আয়োজনের বিয়ে, দুজনের মাঝে বোঝাপড়াটা থাকতে হবে। সম্পর্ক ৭–৮ বছরের হতে পারে। কিন্তু একই ছাদের নীচে বাস করার আগে সব বিষয় নিয়ে ভাবতে হবে দুজনকে।’
সমাজবিজ্ঞানী মাহবুবা নাসরীন মনে করেন, মানব-মানবীর সম্পর্ক ছাড়া সুস্থ-স্বাভাবিক জীবন যাপন করা যায় না। তবে বিয়ে নিয়ে ভাবনার শুরু হওয়া উচিত একটি নির্দিষ্ট বয়সে। এখন প্রতিযোগিতার যুগ, নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে বেশি মনোযোগী হওয়া উচিত। তারপর মানসিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েই বিয়ের কথা ভাবা উচিত।
অনেক তরুণের সঙ্গে কথা বলে বোঝা গেল বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সুবিধা অসুবিধার কথাগুলো মাথায় রাখতে চান তারা। তরুণ চাকরিজীবী খলিলুর রহমান বলেন ‘প্রেম করলে প্রেমিকাকেই বিয়ে করা উচিৎ। নয়তো অনে্যর প্রেমিকাকে বিয়ে করতে হতে পারে।’