বিয়ের বাদ্যি বাজে রে

রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রজুড়ে এখন বিয়ের আমেজ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এই সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে বিয়ে উৎসব।

বিয়ের গেট, বিয়েবাড়ির সাজ, বিয়ের বাদ্যি—সবই আছে এই উৎসবে। এমনই এক পরিবেশে বিয়ের গেটের ফিতা কেটে তারকাদম্পতি নাঈম-নাদিয়া এই উৎসবের উদ্বোধন করেন।

নাঈম-নাদিয়া বলেন, যাঁরা বিয়ে করবেন, তাঁদের এই উৎসবে আসা উচিত। তাঁরা এখানে এসে বিয়ের প্রস্তুতি ও পরিকল্পনা সাজিয়ে নেওয়ার একটা পূর্ণাঙ্গ সুযোগ পাবেন।

উদ্বোধনের পর উৎসবে আসছেন দর্শনার্থীরা। তাঁরা বিভিন্ন স্টল ঘুরে দেখছেন।

‘সানসিল্ক-নকশা বিয়ে উৎসব’ নামের দুই দিনের এই আয়োজনে যে কেউ আসতে পারবেন।

প্রথম আলোর ক্রোড়পত্র নকশা আর ইউনিলিভারের ব্র্যান্ড সানসিল্কের এই আয়োজনের মূল ভাবনা ‘বিয়ের বাজার দেশেই’।

উৎসবে বিয়ে আয়োজনের সঙ্গে যুক্ত সেরা ব্র্যান্ড আর দেশি প্রতিষ্ঠানের সঙ্গে আছেন বিশেষজ্ঞরা। শাড়িটা কোন রঙের হবে, বরের শেরওয়ানিটাই বা কী হবে, বর-কনের মঞ্চটা কেমন হবে—এমন প্রশ্নের উত্তর মিলছে বিয়ে উত্সবের আয়োজনে।

বিয়ের আগে ত্বকের পরিচর্যা কী হওয়া উচিত, তা নিয়ে পরামর্শ দিতে উপস্থিত আছেন রূপবিশেষজ্ঞরা। বিয়ের ছবি তোলার প্রস্তুতি নিয়ে জানাচ্ছেন আলোকচিত্রীরা। পোশাক বিষয়ে পরামর্শ দিচ্ছেন ফ্যাশন ডিজাইনাররা।

বিয়ে উৎসব
বিয়ে উৎসব

বিয়ে উৎসবে থাকছে বিয়ের পোশাক, গয়না, দাওয়াতপত্র, খাবার, গায়েহলুদ, গৃহসজ্জা, প্রসাধন, রূপসজ্জা, হানিমুনে বেড়ানো এমন নানা অনুষঙ্গের সেরা ব্র্যান্ডের স্টল ও প্যাভিলিয়ন। আর উৎসব উপলক্ষে সবকিছুতেই থাকছে ছাড় আর উপহারের ছড়াছড়ি।

সানসিল্ক-নকশা বিয়ে উৎসব সবার জন্য উন্মুক্ত। তৃতীয়বারের মতো আয়োজিত এই উৎসব আজ রাত নয়টা এবং আগামীকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে এটি। বিয়ে উৎসবের সম্প্রচার সহযোগী চ্যানেল আই। অনুষ্ঠানের নির্বাচিত অংশ চ্যানেল আইয়ে এবং প্রথম আলোর ওয়েবসাইট (www. prothom-alo. com) ও ফেসবুক পেজে (www. facebook. com/dailyprothomalo) সরাসরি দেখা যাবে৷

আরও পড়ুন: