বিয়ে হোক যেমন তেমন, ছবি হোক ভালো

শুরু হয়ে গেছে বিয়ের মৌসুম। এমনিতেই মহামারিকালে বিধিনিষেধে অনেকেই বিয়ে করে ‘কাজ এগিয়ে রেখেছেন’। ওই সময় বিয়ে করেননি, এমন ব্যাচেলররা নাকি এই শীতের পর আর ‘সিঙ্গেল’ থাকবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের রিলেশনশিপ স্ট্যাটাসে যুক্ত হবে ‘ম্যারিড’। আর ইদানীংকালের বিয়েতে কবুল বলে স্বাক্ষর করা যতটা গুরুত্বপূর্ণ, বিয়ের ছবিও ঠিক ততটাই। তাই ইদানীং বলা হয়ে থাকে, বিয়ে হোক যেমন তেমন, ছবি হওয়া চাই ভালো। সেই ওয়েডিং ফটোশুটেরও আছে নানান রকমফের। ব্যাচেলর পার্টির ছবি, হলুদের ছবি, ব্রাইডাল শাওয়ার, প্রি ওয়েডিং ফটোশুট, ডেস্টিনেশন ফটোশুট, বউভাতের ছবিসহ আরও নানান ব্যাপারস্যাপার ‘প্রধান অতিথি’ হয়ে ঢুকে পড়েছে বিয়ের আয়োজনের হাত ধরে। বিয়েতে এখন বর–বউ এমন ভঙ্গিমায় ছবি তুলতে চান, যেটা আগে কেউ কখনো দেখেনি। নতুন আঙ্গিকে নিজেদের বিয়েকে দেখাতে চান তাঁরা। দেখে নেওয়া যাক ওয়েডিং ফটোশুটের কিছু আইডিয়া। সমস্ত ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
১ / ২০
গায়েহলুদের এই ছবি তুলেছেন ভারতের জনপ্রিয় ওয়েডিং ফটোগ্রাফার জোসেফ রাধিক। গায়েহলুদের ব্যাকগ্রাউন্ড পুরোটাই গাঁদা ফুলে হলুদ রেখে, হলুদ শাড়ি আর পাঞ্জাবিতে ফুলের পাপড়ি ছড়িয়ে হতে পারে এমন ছবি
২ / ২০
ওড়নাটাই উঁচু করে ধরে ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিতে পারেন বউ। এভাবে ‘বিজি ব্যাকগ্রাউন্ড’ বাদ দেওয়া যেতে পারে। কাছের কাউকে বলে চকচকে রঙিন কোনো কাপড় ধরেও হতে পারে ফটোশুট
৩ / ২০
সাদাকালো ছবির আবেদন কখনোই ফুরাবে না। এমনকি বিয়েতেও নয়। দক্ষিণ ভারতীয় তারকা কাজল আগারওয়াল আর গৌতম কিসলুর এই ছবি দেখুন
৪ / ২০
চার বছর আগে বিয়েতে সাদাকালো বিরাট ও আনুশকা
৫ / ২০
তুলতে পারেন এরকম মজার একটি ছবিও
৬ / ২০
মেহেদির ছবিও হতে পারে সাদাকালো
৭ / ২০
সাদাকালোর মতোই ফ্রেম উইদিন ফ্রেম, প্যাটার্ন, সিলুয়েট (সূর্যোদয় বা সূর্যাস্তের বিপরীতে শরীরের কালো অবয়ব)—এ রকম ছবির আবেদনও সবকিছু ছাপিয়ে। সম্পাদনায় ব্যাকগ্রাউন্ডটা হতে পারে আরও আকর্ষণীয়
৮ / ২০
সেই রকমই আরেকটি ছবি
৯ / ২০
বিয়েতে বউয়ের এ রকম ক্লোজআপ ছবি তোলা চাই–ই। ছবিতে বলিউড অভিনেত্রী পত্রলেখা পাল
১০ / ২০
মূল ছবির বাইরে গিয়ে আবেদন আছে এমন ফিচার ছবিরও
১১ / ২০
এটিও দেখে রাখুন, বউয়ের একটি ছিমছাম পোর্ট্রেট
১২ / ২০
বিয়ের দিনের এমন মুহূর্তের ছবিও থাকা চাই
১৩ / ২০
ওয়েডিং রিং এভাবে রেখে ছবি তুলেছেন কখনো?
১৪ / ২০
অভিজ্ঞ হাত নতুন জীবনের জন্য সাজিয়ে তুলছে পরের প্রজন্মকে
১৫ / ২০
এরকম একটা মিষ্টি ছবি না হলে কি চলে?
১৬ / ২০
বিয়ের আয়োজনে লো বা অড অ্যাঙ্গেল থেকে ছবি তোলার প্রবণতা বাড়ছে
১৭ / ২০
এরকম রূপকথার মতো ছবি তুলতে কার না সাধ জাগে!
১৮ / ২০
বিবাহ উত্তর ফটোশুটের জন্য থিমটা মাথায় রেখে দিতেই পারেন
১৯ / ২০
ফুল ছাড়া কি আর বিয়ে হয়? না বিয়ের ছবি?
২০ / ২০
ওয়েডিং ফটোশুটের জন্য আপনি চলে যেতে পারেন নদী, সমুদ্র, পাহাড়, জঙ্গল বা মরুভূমিতে। প্রকৃতিকে সঙ্গী করে হতে পারে আপনার ওয়েডিং ফটোশুট