বুর্জ আল আরব কি সত্যিই বিশ্বের একমাত্র দশ তারকা হোটেল!

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সবচেয়ে আইকনিক হোটেলের নাম কী? এই প্রশ্নের উত্তরে অনেকেই একযোগে বলবেন ‘বুর্জ আল আরব’। নানা কারণে এই হোটেল দুবাইয়ের অন্যতম আইকনিক হোটেল। এই হোটেলকে ঘিরে সবচেয়ে জনপ্রিয় গুজব, এটি নাকি বিশ্বের একমাত্র দশ তারকা হোটেল! যদিও এটি পাঁচ তারকা হোটেল। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক এই হোটেলসম্পর্কিত কিছু তথ্য।
১ / ১২
এই হোটেলের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জুমেইরাহ হোটেল গ্রুপ। জুমেইরাহ বিচের ওপর কৃত্রিম আইল্যান্ড তৈরি করে তার ওপর হোটেলটি বানানো হয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
ব্রিটিশ স্থপতি টম রাইট এই হোটেলের নকশা করেন। হোটেলটি দেখলে মনে হবে, কোনো সুবিশাল জাহাজের মেলে দেওয়া পাল। বিশ্বের সব হোটেলের ভেতর নাকি এই হোটেলের সবচেয়ে বেশি ছবি তোলা হয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
এই হোটেলে পাওয়া যাবে বিশ্বের নানা প্রান্তের খাবারদাবার। এই হোটেলের যেকোনো ঘর থেকে সমুদ্রের ৩৬০ ডিগ্রি দৃশ্য দেখা যায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
সমুদ্রপৃষ্ঠ থেকে ২১০ মিটার (৬৮৯ ফুট) উঁচুতে, ৫৯ তলায় এই হোটেলের ছাদে আছে হেলিপ্যাড। সেখানে ব্যক্তিগত হেলিকপ্টার ল্যান্ড করতে পারে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
সাত বছর ধরে তৈরি হয়েছে এই হোটেল। ১৯৯৯ সালের ১ ডিসেম্বর থেকে এটি চালু হয়। বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও হয়ে থাকে এখানে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
এই ভবনের ছাদ থেকে সমুদ্রে লাফ দেওয়ার ব্যবস্থা আছে। এটিই বিশ্বের সর্বোচ্চ কাইট সার্ফিং জাম্প। এ ছাড়া রয়েছে স্পা সেন্টারসহ আরও নানা কিছু
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
এই হোটেল থেকে নেমেই যেকোনো বাহনে করে সমুদ্রভ্রমণে বেরিয়ে পড়তে পারেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
চাইলে দল বেঁধে ভাড়া করতে পারেন একটি ইয়ট
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
এই হোটেলে রয়েছে ২০২টি বেডরুম। সবচেয়ে বড় ঘরটি ৭৮০ বর্গমিটার জায়গাজুড়ে। আর সবচেয়ে ছোট ঘরটি ১৬৯ বর্গমিটার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেলের ভেতর এটি ১২তম
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
রয়েছে স্পা সেন্টার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
রয়্যাল স্যুইটে থাকতে প্রতি রাতের খরচ হবে ২৪ হাজার মার্কিন ডলার বা ২২ লাখ ৩৫ হাজার টাকা। এ রকম একটি ঘরে রয়েছে ২৪ ক্যারেটের সোনার টেলিভিশন। বাথরুম, টিস্যু হোল্ডার, পানির কল, হ্যান্ডশাওয়ারও ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো। রয়্যাল স্যুইটের রয়্যাল ডাইনিংয়ে রয়েছে ২৪ জন একসঙ্গে বসে ৫০০ আইটেম বুফে খাওয়ার সুব্যবস্থা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এই ভিডিওতে ঘুরে আসতে পারেন বুর্জ আল আরবের অন্দর।