বৃষ্টি পড়ে টাপুর টুপুর

দিনের আলো নিবে এল,

               সুয্যি ডোবে-ডোবে।

আকাশ ঘিরে মেঘ জুটেছে

               চাঁদের লোভে লোভে।

মেঘের উপর মেঘ করেছে—

               রঙের উপর রঙ,

মন্দিরেতে কাঁসর ঘণ্টা

               বাজল ঠঙ ঠঙ।

ও পারেতে বিষ্টি এল,

               ঝাপসা গাছপালা।

এ পারেতে মেঘের মাথায়

               একশো মানিক জ্বালা।

বাদলা হাওয়ায় মনে পড়ে

               ছেলেবেলার গান—

‘বিষ্টি পড়ে টাপুর টুপুর,

 নদেয় এল বান।’

রবীন্দ্রনাথ ঠাকুর: বাঙালি সাহিত্যিক (১৮৬১—১৯৪১)