রূপনকশা
বেলি ফুলের সাজে
বিভিন্ন দাওয়াতে, সাধারণ সময়ে মাথায় ছাড়াও হাতে পেঁচিয়ে নেওয়া হচ্ছে বেলি ফুল। সাদার সৌন্দর্য মন কেড়ে নেয় অনায়াসে
বেলি—দুই অক্ষরের ভালোবাসা। আসন্ন বৃষ্টির মৌসুমে বেলি ফুলের সৌন্দর্য ও ঘ্রাণ ছড়িয়ে দেবে স্নিগ্ধতা। পথে বেরোলেই কিনতে পাওয়া যাচ্ছে বেলি ফুল। যাঁদের বাড়িতে নিজস্ব গাছ আছে, সোনায় সোহাগা যেন। মন ও চোখ—দুটোর জন্যই প্রশান্তি। বাড়তি পাওনা—ব্যবহার করা যায় চুল আর ত্বকে।