বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভায় নারীর জয়গান

গত ৩১ অক্টোবর বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন। সাম্প্রতিককালে ধর্ষণের ঘটনা ও এর পরিপ্রেক্ষিতে নেওয়া পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয় এই সভায়। শেখ কবির হোসেন বলেন, ‘শিক্ষা-সংস্কৃতি, আর্থ-সামাজিক উন্নয়ন ও রাজনীতিতে বাংলাদেশের নারীদের অংশগ্রহণ, অগ্রগতি ও অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েরা বিনামূল্যে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। ইউনিয়ন পরিষদে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ১২ হাজারের বেশি নারী প্রতিনিধি কাজ করছেন। জাতীয় সংসদে ৭২ জন নারী সাংসদ এবং স্পিকার, শিক্ষামন্ত্রীসহ নানা রাষ্ট্রীয় ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে আমাদের নারীরা যোগ্যতার সাক্ষর রাখছেন।’

সভায় নারী নির্যাতনের সঙ্গে জড়িত অপরাধীদের আর্থসামাজিক ও রাজনৈতিকভাবে বয়কটের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানানো হয়।