ব্যথানাশক গান

ব্যথানাশক গান
ব্যথানাশক গান

যুক্তরাষ্ট্রের লিয়য়েড ফার্মাসি নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি গবেষণার ভিত্তিতে দাবি করছে, গান মানুষের ব্যথা হ্রাস করতে সক্ষম। প্রতিষ্ঠানটির ফার্মাসিস্ট অ্যানড্রিই মাওহিনি এই আবিষ্কারকে জোর সমর্থন দিচ্ছেন। তিনি বলেন, ব্যথার সময় অন্য কোনো কাজে পুরোপুরি মনোনিবেশ করতে পারলে উপকার পাওয়া যায়। গান মানুষের ভাবনা ও অনুভূতি—দুটোকেই প্রভাবিত করতে সক্ষম। যুক্তরাষ্ট্রে একটি জরিপের মাধ্যমে প্রতিষ্ঠানটি জানতে পেরেছে, সিমন ও গারফাংকেলের গাওয়া ‘ব্রিজ ওভার ট্রাবলড ওয়াটার’ গানটি ব্যথা হ্রাস করতে সবচেয়ে সহায়ক। পরের অবস্থানে আছে রবি উইলিয়ামসের ‘অ্যাঞ্জেলস’ গানটি। টেলিগ্রাফ