
নকশাদার ব্যাগ ফ্যাশনের এক অনন্য অনুষঙ্গ। রোজকার কাজে এটি অপরিহার্যও বটে। প্রয়োজনের হোক বা ফ্যাশনের, ব্যাগটির সৌন্দর্য ও মান ঠিক রাখতে যত্ন নিতে হবে ঠিকঠাক।
ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা আখতার বলেন, ‘আমরা নানা প্রয়োজনে বিভিন্ন উপাদানে তৈরি ব্যাগ ব্যবহার করি। অফিস বা স্কুলের ব্যাগ প্রতিদিনই ব্যবহার করা হয়, কাজেই এগুলো তুলে রাখার খুব প্রয়োজন হয় না। অন্যদিকে পার্টি ব্যাগ বা ট্রাভেল ব্যাগ প্রয়োজনের সময় ছাড়া ব্যবহার করা হয় না বললেই চলে। ব্যবহার অনুযায়ী যত্নের ধরনটাও তাই আলাদা।’ এ ব্যাপারে সেলিনা আখতার দিয়েছেন কিছু পরামর্শ।
নিত্যদিনের ব্যাগের যত্ন
* অফিসে যে ব্যাগ প্রতিদিন নিয়ে যাওয়া হয়, সেটির মধ্যে একাধিক চেম্বার থাকলে ভালো। প্রয়োজনীয় জিনিসগুলো একসঙ্গে ও টুকিটাকি জিনিসগুলো আলাদা চেম্বারে রাখতে পারেন। এতে সহজেই খুঁজে পাবেন। মুঠোফোন বা অন্যান্য ব্যক্তিগত জিনিস গুছিয়ে রাখার জন্য চাইলে আলাদা ছোট ব্যাগও থাকতে পারে। এতে একদিকে যেমন বড় ব্যাগটার মধ্যে এগুলো খুঁজতে সময় কম লাগবে, তেমনি ব্যাগের বিভিন্ন চেম্বারে খুঁজতে গিয়ে তাড়াহুড়ায় ব্যাগের চেইন নষ্ট হওয়ার আশঙ্কাও কমবে।
* ব্যাগে অতিরিক্ত ভারী জিনিস রাখলে হাতল ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ব্যাগ টইটম্বুর করে চেইন আটকানোর কসরত করার চেয়ে বাড়তি একটি ব্যাগ ব্যবহার করা ভালো। নইলে দ্রুতই ব্যাগের চেইন নষ্ট হয়ে যেতে পারে।
* নরম ব্যাগে ভারী জিনিস রাখলে পুরো ব্যাগই ছিঁড়ে যেতে পারে। আজকাল বাহারি চটের ব্যাগ পাওয়া যায়। ভারী জিনিস বহন করতে চাইলে এসব ব্যবহার করতে পারেন।
* বর্ষার মৌসুমে চামড়া বা কাপড়ে তৈরি ব্যাগ ব্যবহার না করাই ভালো। বরং এ সময়টাতে কৃত্রিম উপাদানে তৈরি ব্যাগ ব্যবহার করা যায়। এগুলো বেশ মসৃণ ও পিচ্ছিল হয়ে থাকে। বৃষ্টির পানি লাগলেও এ ধরনের ব্যাগ সহজে নষ্ট হয় না।
* প্রতিদিন যে ব্যাগ ব্যবহার করা হয়, সেগুলো সাদা বা হালকা রঙের হলে সহজেই কলমের কালি বা অন্য কোনো দাগ লেগে যেতে পারে। তাই এ ক্ষেত্রে একটু গাঢ় রঙের ব্যাগ বেছে নেওয়া ভালো।
নানান ধরনের ব্যাগের যত্ন
চামড়ার ব্যাগ
চামড়ার ব্যাগ বেশ টেকসই। নিয়মিত ব্যবহারে চামড়ার ব্যাগের তেমন কোনো সমস্যা হয় না। তবে ভিজে গেলে বা বদ্ধ অবস্থায় দীর্ঘদিন রেখে দিলে এর ওপর ছত্রাকের আবরণ তৈরি হতে পারে। তাই আলমারি বা ড্রয়ারের মতো বদ্ধ জায়গায় না রেখে পলিথিন বা সেলোফিন কাগজে পেঁচিয়ে কোনো খোলামেলা জায়গায় রাখতে পারেন। এ ছাড়া চামড়ার ব্যাগ কখনো ভিজে গেলে রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে।
কাপড়ের ব্যাগ
কাপড়ের ব্যাগ কেনার সময় খেয়াল রাখুন যে ভেতরে বক্রম ও নাইলনের মতো একটু শক্ত কিছু উপাদান আছে কি না। পানি লাগলে যেসব উপাদান নষ্ট হয় না, সেগুলো দিয়ে মজবুতভাবে তৈরি ব্যাগ কেনা ভালো। রংচঙে ও নকশাদার ব্যাগ দেখতে সুন্দর হলেও খেয়াল রাখতে হবে, আলংকারিক নকশার বাহুল্য থাকলে এটি পরিষ্কার করতে হলে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন।
পাটের ব্যাগ
রংবিহীন পাটের ব্যাগ সহজেই ময়লা হয়ে যায়। ধুয়ে পরিষ্কার করতে গেলে এগুলো চাকচিক্য হারায়। তাই এসব ব্যাগ ব্যবহারে সচেতন থাকতে হবে। ব্যাগের কোনো অংশে ময়লা লেগে গেলে পানি দিয়ে ওইটুকু জায়গা পরিষ্কার করে নিন, এতে পুরো ব্যাগ চাকচিক্য হারাবে না।
আরও কিছু কথা
* শুকনো জায়গায় ব্যাগ সংরক্ষণ করুন। স্যাঁতসেঁতে পরিবেশ ব্যাগের জন্য ক্ষতিকর।
* পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে ন্যাপথলিন ব্যবহার করা যায়।
* ব্যাগ সংরক্ষণের সময় ঝুলিয়ে রাখবেন না, বরং ব্যাগের ভেতর কিছু পুরোনো খবরের কাগজের টুকরো ঢুকিয়ে সেটিকে দাঁড় করিয়ে রাখুন। বিশেষ করে অনেক ব্যাগ একই সঙ্গে রাখতে হলে ব্যাগগুলোর ভেতরে কাগজের টুকরো রাখাটা জরুরি। এর ফলে ব্যাগের স্বাভাবিক ভাঁজগুলো বজায় থাকবে এবং স্থায়ীভাবে বাড়তি কোনো ভাঁজ পড়বে না।
* চামড়া ছাড়া অন্যান্য উপাদানে তৈরি ব্যাগ বদ্ধ জায়গায় রাখা যায়। যেমন, আলমারির কোনো একটি পাশে কিছুটা জায়গা বরাদ্দ রাখতে পারেন ব্যাগের জন্য।
* কোনো ব্যাগ দীর্ঘদিন ধরে বদ্ধ জায়গায় সংরক্ষণ করলে এর পাতলা আবরণ উঠে গিয়ে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই ব্যাগ কেনার সময় গুণগত মান যাচাই করে নিন।