বড় ভাইয়ের গান

: ভাইয়া, একটা গান শোনান না।

: শোনাতে পারি। কিন্তু ভাইয়া বলে ডাকা যাবে না।

: কেন? সিনিয়র কাউকে তো নাম ধরে ডাকা যায় না।

ভাইয়াই ডাকতে হয়।

: তোমার মুখে ‘ভাইয়া’ ডাক শুনতে ভালো লাগে না।

: ও ও ও, আচ্ছা একটা গান শোনান, প্লিজ।

: কোন গানটা শুনবে, বলো। তোমার সব পছন্দের গান আমার মুখস্থ।

: মানে? আমার পছন্দের গান আপনি কীভাবে জানবেন?

: ফেসবুকে তুমি যে গানের কথাগুলো স্ট্যাটাস হিসেবে দাও তার সবগুলোই আমি ডাউনলোড করে শুনে মুখস্থ করে ফেলি।

: তাই? তাহলে প্রাক্তন সিনেমার ‘তুমি যাকে ভালোবাসো’ গানটা গেয়ে শোনান দেখি।

: আচ্ছা...

‘তুমি যাকে ভালোবাসো/ স্নানের ঘরে বাষ্পে ভাসো/ তার জীবনে ঝড়। /তোমার কথার শব্দদূষণ/ তোমার গলার স্বর/ আমার দরজায় খিল দিয়েছি/ আমার দারুণ জ্বর। /তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘর...!

: ওকে, থ্যাংক ইউ! সেম টু ইউ, ভাইয়া।

তাজরিমা সৃষ্টি