ভালোবাসার রাশিফল

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
‘গানে ভুবন ভরিয়ে দেবে/ ভেবেছিল একটি পাখি’...ভালোবাসায় উড়িয়ে নেবে/ বলেছিল ছোট্ট পাখি।
পাঠিকা অ্যান্ড পাঠক, আপনার আজ এবং আগামী ভালোবাসায়, ভালো বাংলা ভাষায় ভরে উঠুক! ভরে উঠুক অন্য সবার জন্য শুভকামনায়। সুন্দর হোক আপনার প্রথম আলোয় ফুটে ওঠা ভালোবাসার প্রথম দিবস!
মিথুন২২ মে-২১ জুন। ভর # ৬
ওরে আমার সকালবেলার পাখি, ভোরের আগে উঠলি কেন ডাকি?—ও আচ্ছা, আজ প্রচণ্ড প্রেম ও ভালোবাসার দিবস—দিন।...ও-ম্মা, ভালোবাসা দিবস আজ নয়?! যা-ই হোক, জীবনের সব দিনই পারে ভালোবাসায় আপনাকে আপ্লুত করে তুলতে।
ও আমার কাজল পাখি/ চৈত্র দিনের সাঁঝে/ আমায় কেন ডাকলে তোমার/ কাজ ভুলোনোর কাজে...(পান্নালাল ভট্টাচার্য)
সিংহ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
জবরদস্ত প্রেম হবে। পুরোনো নয়, ঝকঝকে নতুন প্রেম-ভালোবাসা, স্নেহ-মমতা-ভালোবাসা দিবসের আগে এবং পরে। যদি আপনি সিংহী হয়ে থাকেন, তাহলে আপনার হবে জয়, নিশ্চয়। ৬০ ফুট উঁচু থেকে আপনার প্রেমান্ধ—প্রেমে অন্ধ ছেলেরা ঝাঁপিয়ে পড়বে আপনার ভালোবাসার ড্রেনে, সরি—পুকুর, দিঘি, নদীতে।
তুলা২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
প্রায় পরিষ্কার দেখতে পাচ্ছি, তুলার ‘জীবনপাত্র উচ্ছ্বলিয়া মাধুরী...’ (রবিঠাকুর) ও আনন্দ-ভালোবাসা করেছেন দান তিনি।
প্রিয় তুলা, আপনি এখন আছেন আপনার শুভ সংখ্যা ৪-এর ঘরে। অল্প কয়েক দিনের মধ্যে আপনি বিশাল এক ভালোবাসার পাহাড় কেড়ে নিয়ে ফিরে আসবেন ঘরে। আপনার এবং আমাদের ঘরে। ‘চলে এসো, চলে এসো, চলে এসো ঘরে পরবাসী।’... (রবীন্দ্রনাথ)
এখন আরেকটিবার দেখতে চাই আপনার স্নেহ-মাখা সেই সুন্দর হাসিটি। জয় হোক!
ধনু২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
স্কুলজীবনে স্কাউট ছিলাম। হারমোনিয়াম বাজিয়ে আমাদের গান শেখাতেন গোলাম মুসাব্বের। বয়সে খানিকটা মুরব্বি হলেও স্কাউটিং সূত্রে বন্ধু, ভাই। ক্যাম্প ফায়ারে খোলা আকাশের নিচে প্রচুর অতিথি দর্শক-শ্রোতাকে লক্ষ করে আমরা সমবেত উচ্চারণে গেয়ে উঠতাম, (আহা!): তোমার বিরহ চোখে আনে জল, তবু যে মধুর লাগে...(বোধ হয় হেমন্ত মুখোপাধ্যায়ের)।
এরপর: ভালোবাসো তুমি শুনেছি অনেক বার, তবু সেদিনের মতো লাগেনি তো কভু আর।
বিশ্বের সকল ধনু কিশোরী ও কিশোরের জন্য আজ ভা দিবসের এই অগ্রিম ভালো ভালোবাসা।
কুম্ভ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
দুটি অচেনা কিশোরীর সামনে আধা শহর থেকে নবাগত একটি কিশোর আর সদ্য গজানো মোচে (আঙুল) তা দিয়ে আমাকে জানায়: আমি কুংফু রাশির জাতক! শুনে কিশোরী দুটি আঁতকে ওঠে তো বটেই, আমি নিজেও ভড়কে যাই- উরি বাঁউরে! আমাদের সামনে তাইলে জনৈক মার্শাল আর্টিস্ট!...
প্রিয় কুম্ভ, নিমেষে ওই তিন নারী অ্যান্ড পুরুষ চোখে চোখে পরস্পরের সঙ্গে নীরব ভালোবাসায় ঝলসে উঠলেন নাকি?!
বৃষ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আজ সকালে কথা নেই বার্তা নেই হঠাৎ যদি কোকিল কু-উ করে ডেকে ওঠে—তাহলে জানবেন, ভালোবাসার কোনো ঋতু নেই, দিনক্ষণ নেই। আজ ভালোবাসা দিবস, ‘আজ কোনো কথা নয়/ শুধু গান আর গান।’
যাকে ভালোবেসেই ফেলেছেন, আজ তাকে সেই গোপন কথাটি না হয় জানিয়েই দিলেন। ভালো বাসার তেমন দরকার নেই, তবে ভালোবাসা অবশ্যই হোক!
কর্কট২২ জুন-২২ জুলাই। ভর # ২
আজ ভালোবাসায় কানায় কানায় ভরিয়া উঠেছে মন; আজ নয় ক্রন্দন; আজ শুধুই ভালোবাসার স্পন্দন।
চন্দ্রগ্রহণ। আজ ভ্যালেন্টাইনস ডে-তে তুমি এবং তোমাদের সবাইকে জানাই: টুটিবে না কভু এই ভালোবাসার বন্ধন। শোনো, লাকী আখন্দ ও নারী লাকী আহমেদ এবং লাকী আখন্দের পিচ্চি মেয়ে মামিন্তির গাওয়া আলাদা আলাদা গান, আমার লেখা: পরিচয় কবে হবে বলো না আমায়, চোখে চোখে চেয়ে থাকি, মরি পিপাসায়।
কন্যা২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
দূর অতীতে ফিরছিলাম কলকাতা থেকে আমার স্ত্রী ছবি ও আমি। ঘাটে বাস থামতে আমরা গিয়ে দাঁড়ালাম বিশ্রাম ঘরের উঁচু বারান্দায়। হঠাৎ দেখি ঢাকামুখী অন্য একটি বাস থেকে নেমে আমাদের দিকে ছুটে আসছে অনুপম সুন্দর এক কিশোরী। তার নাম নাকি বন্যা—তখন শৌখিন মঞ্চ ও টিভি অভিনয়শিল্পী।
খুব অল্পক্ষণের আলাপ সেরে বন্যা ফিরে গেল তার বাসে, সহশিল্পীদের কাছে।... জানি না, কন্যা রাশির জাতক বন্যা মীর্জা আমার এই লেখা আজ পড়ছেন কি না। প্রিয় কন্যা নারী কিংবা পুরুষ, ভালোবাসার বন্যায় ভেসে যাবে আপনার মনের সব যন্ত্রণার জঞ্জাল। আনন্দ!
বৃশ্চিক২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
এত সুন্দর বাসা আর এত্তো বেশি ভালোবাসা দিয়ে কী করবেন মেরে পেয়ারে বৃশ্চিক বোন অ্যান্ড ভাইয়া? কিছুটা ভালোবাসা আমাদের দিকে দিয়ে দিন না! আজ থেকে যতদূর বাইরে তাকাবেন—শুধু পেয়ার-মহব্বত ভালো ভাষা, স্যরি, ভালোবাসা: ভ্যালোবাসা মোরে ফেকির করেছে, তোমারে করেছে রাজা। (ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানি: জগন্ময় মিত্র)
মকর২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
ভালোবাসায় টইটুম্বুর! নিজে ভালোবাসার চাইতে অন্যকে ভালোবাসানোর শক্তিতে ভরপুর তার চোখ-কান-মুখ-হাসি—সব। দুয়ারে প্রস্তুত ভালোবাসা দিবস। ও গড!—জানি না, কত মেয়ে বা কত ছেলেকে প্রেমের বাণ মেরে কাবু করবেন তিনি।...মকর, প্রেমানন্দে ভরে উঠুক আপনার এবং আপনাদের আজ কাল পরশু আগামী!
মীন১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
মিনমিনে ছেলে আর খিলখিল মেয়ে/ আওয়াজ ছাড়াই প্রেম/ করে চেয়ে চেয়ে।
ধরা খায় দুজনেই দুজনার কাছে/ দিন দিন দুই মীন ভালোবাসা-ভ্যান চড়ে অভিসারে চলে যায়/ ভাং বাং (ভালোবাসা) দিনে।/ তোমরা যদি দেখে থাকো এই জুটিকে পথে/ নিও তাদের চিনে (বাট প্লিজ, ডু নট ডিস্টার্ব দেম। অক্কে?)