মনের বাক্স

বন্ধু, ভুলে গেছিস আমাকে?
বন্ধু, ভুলে গেছিস কি আমাকে, আমি তোকে ভুলিনি। আর ভুলবও না কোনো দিন। দিনবদলের এই দিনে সবাই সবাইকে অনায়াসে ভুলে যায়। কাউকে মনে রাখার মতো সময় নেই কারও। সেই একসঙ্গে চলা, আড্ডা দেওয়া আর ভালো লাগার মুহূর্তগুলো মনে পড়ে। জীবনের সুতার টানাপোড়েনে তুই বদলে গেলেও আমি একটুও বদলাইনি। আমি তোকে অনেক মিস করি, বন্ধু।
মিজানুর রহমান
বাংলাদেশ ইউনিভার্সিটি
মনে প্রশ্ন জাগে
আচ্ছা, তোমার কি মনে আছে সেই দিনের কথা। যেদিন তুমি বৃষ্টিতে ভেজার ভয়ে দৌড়ে এসে একটা গাছের নিচে দাঁড়িয়েছিলে আর আমি এসে তোমাকে আমার ছাতার তলে জায়গা দিই। ছাতার আয়তন কম ছিল, তুমি ভিজে যাবে বলে আমি ছাতা থেকে বের হয়ে যাই আর বলি, আমার আজ বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে আর তুমি বিষয়টা বুঝতে পেরে খানিক দূরে গিয়ে ছাতা বন্ধ করে দাও। আমি অবাক হয়ে তোমার দিকে তাকিয়ে বলি, এ কী করছ! সেদিন থেকে আমি বৃষ্টিকে অনুভব করতে শিখি। এরপর থেকে যখনই আকাশ কালো হয়ে আসে, আমি বৃষ্টির একটি ফোঁটা হলেও আমার হাতে লাগাতে চাই। ভাবি, এই বৃষ্টি আমার মতো তোমার মনকেও ভিজিয়েছিল কি!
পবিত্র সিংহ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
কথা দাও তুমি আমার হবে
তোমার সঙ্গে আমার স্মৃতিগুলোর কথা মনে পড়লে আমি তোমায় দেখার জন্য পাগলের মতো ছটফট করতে থাকি। তুমি থাকো সব সময় আমার মাথার ওপর। আমাদের দুজনের মধ্যে একটিমাত্র দেয়াল। তারপরও আমরা দুজন দুজনকে ভালোভাবে দেখতে পারি না, কথাও বলতে পারি না। তোমার সব স্মৃতি সাজিয়ে রেখেছি। কেউ কোনোদিন সেগুলো কেড়ে নিতে পারবে না। তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমার অপেক্ষায় থাকব সারা জীবন। কথা দাও তুমি আমার হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক
ধানমন্ডি, ঢাকা।
কেন অভিমান করে চলে গেলে
আজও পথ চেয়ে আছি তোমার। কেন জানো? কারণ, তুমি ছিলে আমার শিরায় শিরায়। এখনো তা-ই আছ। তুমিই তো আমাকে শিখিয়েছ ভালোবাসার পথচলা। এই তো সেদিন আমার অসুস্থতার কথা শুনে তুমি কেঁদেছিলে সারা রাত। আজ কেন অভিমান করে কষ্ট দিয়ে চলে গেলে। ফিরে এসো তুমি।
আওয়াল হুসাইন
রাজশাহী
একা হয়ে গেছি রে পাগলি
কেমন আছিস? আজ তোকে ভীষণ মনে পড়ছে। জানিস? তোকে যখন লিখছি, আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। আম্মুর কাছ থেকে যখন মুঠোফোনটা চেয়ে নিয়ে এলোমেলো টাইপ করার চেষ্টা করছি, ডাক্তার বাবু এসে বাঁকা চোখে দেখে গেলেন। এখন কেউ আর আমাকে বোঝার চেষ্টা করে না। হাসির আড়ালে ঢাকা কষ্টটাও আর কেউ খোঁজে না। চোখের জল মুছে দিয়ে বলে না, এভাবে ভেঙে পড়লে চলবে না, জীবনযুদ্ধে সাহস নিয়ে এগিয়ে যেতে হয়। সবার ভিড়ে বড় একা হয়ে গেছি রে! আমার লেখাটা যখন তুই পড়বি, ততক্ষণে হয়তো আমি পৃথিবী থেকে বিদায় নিয়েছি। শুধু জেনে রাখিস, শেষ সময়টাতেও শুধু তোকেই স্মরণ করেছিলাম। ভালো থাকিস।
আলমগীর ইমন
চট্টগ্রাম
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA.
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’