মনের বাক্স

চাই শুধু আকাশ হতে
আমি তো খুব বেশি কিছু চাইনি। শুধু চেয়েছি আপনার আকাশ হতে। কিন্তু কীভাবে? আচ্ছা! বলতে পারেন? মানুষ যা চায়, তা কেন পায় না? আর কিছু তো আমি চাই না। চাই শুধু আপনার আকাশ হতে।
মনের কথা বলার আর যে মাধ্যম পাই না। তাই এখানে লিখতে হলো।
আপনার ছাত্রী


আর পারছি না

জীবনের কঠিন পথে একা চলতে চলতে তোমাকে হঠাৎ দেখে থমকে দাঁড়িয়েছিলাম। জানি না নিজের অজান্তে তোমাকে কখন ভালোবেসে ফেলেছি। কিন্তু আমার এ ভালোবাসার কি কোনো দাম আছে তোমার কাছে? তুমি তো আমাকে একটুর জন্যও বুঝতে চাও না। হয়তো তোমার থেকে আমি ১০০ কিলোমিটার দূরে থাকি। তাই বলে তুমি ভালোবাসবে না? তোমার ঘুরতে যাওয়ার অনেক ইচ্ছা। সে কথা আমি জানি। তোমাকে আমি যখন অন্য ছেলের সঙ্গে ঘুরতে, সেলফি তুলতে দেখি, তখন বুকফাটা আর্তনাদে আমার শরীরের মন রক্তাক্ত হয়ে যায়। সত্যি আমি আর পারছি না।
দেবব্রত

.
.

ভালোবাসাটা না হয় একতরফাই থাকুক
জানি, হঠাৎ করে বলে ফেলা আমার মনের কথা তোমার মনে জায়গা করে নেয়নি। তাতে কী, আমার ভালোবাসাটা না হয় একতরফাই থাকুক। কত হতভাগা আছে, যারা আড়ালে সারাজীবন ভালোবেসে যায় অথচ মুখ ফুটে কিছু বলতেই পারে না। নিজেকে সান্ত্বনা দিই এই বলে, আমি তো তোমার সামনে দাঁড়িয়ে বলতে পেরেছি ‘ভালোবাসি তোমায়’। আর আজ বললাম, ‘যত দিন এ হৃদয়ে স্পন্দন থাকবে, তত দিন ভালোবেসে যাব তোমাকে, শুধু তোমাকেই।’
হাসান


প্রিয় শুভ্র

জানি না, কেন এমনটা করলি। হয়তো তোর যোগ্য নই আমি। কিন্তু এতটাই কি ফেলনা ছিলাম? তুই জানিস আমি কী রকম। আর এটাও জানিস যে কতটা ভালোবেসেছিলাম তোকে। তারই যোগ্য প্রত্যুত্তর দিলি? যা–ই হোক, তুই ভালো থাক, এটাই সব সময় চাই। হয়তো আজও ঠিক ততটাই ভালোবাসি যতটা আগে বাসতাম... আর কাউকে কাঁদাস না রে। নইলে পৃথিবী থেকে চিরকালের জন্য ‘সত্যিকারের ভালোবাসা’ হারিয়ে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক
দেবপাহাড়, চট্টগ্রাম।


বল, আসবি?

অনেকটা না পাওয়ার আশা নিয়েই ভালোবেসেছিলাম তোকে। তোকে পাব সেই আশা ছিল কম। না পাওয়ার আশঙ্কা তাড়া করত আমায় সারাক্ষণ। তবু আমার ভালোবাসার অকৃত্রিম টানে অবশেষে তোকে পেয়েই বসেছিলাম। কিন্তু পাওয়াটা হয়েছিল একেবারে অন্তিমলগ্নে। তখন না পেরেছিলাম তোকে ধরতে, না পেরেছিলাম একেবারে ছাড়তে। ভাবতেই কষ্ট লাগে যে আমার ভালোবাসাটাকে আটকানোর কোনো চেষ্টাও আমি করতে পারিনি। সেই সামর্থ্য আমার ছিল না, এখনো নেই। অবশেষে তুই আমাকে ছেড়ে চলেই গেলি। শুধু দিয়ে গেলি একগুচ্ছ ব্যর্থতার গ্লানি আর দুঃখভরা কিছু মধুময় স্মৃতি। কিন্তু বিশ্বাস কর, আমি সেই ব্যর্থ হৃদয় নিয়ে এখনো আছি তোর ফেরার অপেক্ষায়। প্রায়ই খুব ইচ্ছা করে তোকে কাছে ডাকতে।
আসবি কি ফিরে? বল, আসবি? খুব ভালোবাসি তোকে।
বেলাল, নরসিংদী

.
.

নীলাঞ্জনা
তুমি যেমন তোমার প্রথম ভালোবাসাকে আজও ভুলতে পারোনি, আমিও তেমন তোমায় না ভেবে এক মুহূর্ত কাটাতে পারি না। কী করব বলো? তুমিই তো আমার প্রথম। নাহয় নাই বা পারলে আমায় ভালোবাসতে, সারাজীবন আমার সঙ্গে ভালোবাসার অভিনয়ও কি করে যেতে পারবে না?
ইতি
ব্যাকুল প্রণয়ী


মনের বাক্স
প্রিয় পাঠক
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে।
ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।

লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’